
পানিহাটি: উত্তর ২৪ পরগনায় দম্পতিকে জমি থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ। রাজি না হওয়ায় মহিলাকে দলবল নিয়ে মারধরের অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুখচর রাজা রোডের বিটি রোড সংলগ্ন এলাকা।
কী ঘটেছে?
২০১২ সালে এলাকার সিপিএম নেতা বুদ্ধদেব দাসকে টাকা দিয়ে জমি কেনেন তপতি ভাদুড়ি ও তাঁর স্বামী। এরপর সেই জমিতে ঘর বানিয়ে থাকতে শুরু করেন ওই দম্পতি। অভিযোগ, দীর্ঘ কয়েক দিন ধরে ওই জমি থেকে উচ্ছেদের জন্য দম্পতি ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন বুদ্ধদেব দাস ও তাঁর দলবল। উচ্ছেদে রাজি না হওয়ায় সিপিএম নেতার নির্দেশে তাঁর দলবল দম্পতির বাড়িতে চড়াও হয়। প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ ওঠে। গৃহবধূ তপতি ভাদুড়িকে মেরে কান ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছে ওই দম্পতি।
এই বিষয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য বলেন, “বুদ্ধদেব দাস নামে কোনও কর্মী বা নেতা ওই এলাকায় থাকে না। যার নামে অভিযোগ সেই অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে জানি। আইন আইনের পথে চলবে। দোষী অবশ্যই শাস্তি পাবে।” যদিও, অভিযুক্ত বুদ্ধদেবের এই বিষয়ে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গোটা ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা জয় সাহা বলেন, “পাটনা,দিল্লি,বেঙ্গালুরু ফিসফ্রাই সেটিংটা পানিহাটিতেও পরিষ্কার হয়ে গেল। শাসকদলের কাউন্সিলরের মদতে সিপিএমের হার্মাদ বাহিনী গিয়ে অত্যাচার করছে একজন সাধারণ মহিলাকে। লজ্জার ব্যাপার। সাধারণ মানুষের কাছে এই দলগুলোর কোনও গ্রহণযোগ্যতা নেই।”