Panihati: ICU থেকে হঠাৎ ডিসচার্জ! কীভাবে দু’দিনেই সুস্থ? প্রশ্ন তুলল পানিহাটির নির্যাতিতার পরিবার

Panihati: শুক্রবার হঠাৎ করেই সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ফোন আসে নির্যাতিতার মায়ের কাছে। তাঁকে দাবি, ফোন করে জানানো হয়, মেয়েকে ছুটি দিয়ে দেওয়া হবে। মেয়েকে আনতে হাসপাতালে যান মা। তখন তাঁকে জানানো হয়, এখন ছুটি দেওয়া হবে না, শনিবার সকাল দশটার সময় তাকে ছুটি দেওয়া হবে।

Panihati: ICU থেকে হঠাৎ ডিসচার্জ! কীভাবে দুদিনেই সুস্থ? প্রশ্ন তুলল পানিহাটির নির্যাতিতার পরিবার
নির্যাতিতার মাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 13, 2025 | 10:50 PM

উত্তর ২৪ পরগনা: দু’দিন আগেও পানিহাটির নির্যাতিতা ভর্তি ছিলেন সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ICU-তে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর মাথার চোট গুরুতর, শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু ঠিক দুদিনের মধ্যেই হাসপাতাল থেকেই নির্যাতিতার পরিবারকে ফোন করে জানানো হয়, তাঁকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? দুদিনের মধ্যেই কি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন নির্যাতিতা? প্রশ্ন তুলল পরিবার।

শুক্রবার হঠাৎ করেই সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ফোন আসে নির্যাতিতার মায়ের কাছে। তাঁকে দাবি, ফোন করে জানানো হয়, মেয়েকে ছুটি দিয়ে দেওয়া হবে। মেয়েকে আনতে হাসপাতালে যান মা। তখন তাঁকে জানানো হয়, এখন ছুটি দেওয়া হবে না, শনিবার সকাল দশটার সময় তাকে ছুটি দেওয়া হবে।

নির্যাতিতার মায়ের প্রশ্ন, “আমার মেয়ে আইসিইউ-তে ভর্তি। এখনও অসুস্থ। কী করে আমার মেয়েকে ছুটি দেওয়া হয়?” তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য কোনও চাপ পড়ছে কিনা, সেই অভিযোগ তোলেন তিনি।

যদিও এই বিষয় নিয়ে হাসপাতালে সুপার জানিয়েছেন, যে চিকিৎসকরা তাঁর মেয়েকে চিকিৎসা করছিলেন, তাঁরা জানিয়েছেন নির্যাতিতা আপাতত সুস্থ রয়েছে। তাই তাঁকে ডিসচার্জ করে দেওয়া হবে।

অথচ তিন দিন আগেই চিকিৎসকরা  জানিয়েছিলেন, নির্যাতিতার মাথায় গুরুতর চোট, তাঁর পায়ের গোড়ালিতে চোট এবং একাধিক নার্ভের সমস্যা রয়েছে। নির্যাতিতার অবস্থা অবনতির জন্য তাকে ICCU স্থানান্তর করা হয়েছিল। এখন সেই প্রশ্নই উঠছে।