Panihati: পানিহাটির তৃণমূল বিধায়কের রক্ষী, অবসর নিতেই সাংঘাতিক ঘটনা ঘটল…

Ananta Chattopadhyay | Edited By: সায়নী জোয়ারদার

Nov 30, 2023 | 7:03 PM

Cyber Crime: কালীচরণ মাজির অভিযোগ, গত ২৩ নভেম্বর সকালে একটা মেসেজ আসে। সেখানে একটা ফোন নম্বর ছিল। ইলেকট্রিক বিল সংক্রান্ত সেই মেসেজ দেখে ওই নম্বরে ফোন করেন কালীচরণ। উল্টোদিক থেকে বলেন, ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে মেসেজ করা হয়েছে।।

Panihati: পানিহাটির তৃণমূল বিধায়কের রক্ষী, অবসর নিতেই সাংঘাতিক ঘটনা ঘটল...
কালীচরণ মাজি।
Image Credit source: TV9Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের প্রধান দেহরক্ষী ছিলেন। গত মার্চেই অবসর নেন। আর চাকরি জীবনে জমানো টাকা খুইয়ে বসলেন একটা ছোট্ট ভুলে। বহুদিন ধরে বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের প্রধান দেহরক্ষী ছিলেন পুলিশ কর্মী কালীচরণ মাজি। গত মার্চ মাসের ২৩ তারিখ অবসর গ্রহণ করেন। তাঁর অভিযোগ, একটি ওটিপির শেয়ার করে প্রায় ৭ লক্ষ টাকা তুলে নিয়েছে জালিয়াতরা। ইতিমধ্যেই পুলিশ, লালবাজার, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন তিনি।

কালীচরণ মাজির অভিযোগ, গত ২৩ নভেম্বর সকালে একটা মেসেজ আসে। সেখানে একটা ফোন নম্বর ছিল। ইলেকট্রিক বিল সংক্রান্ত সেই মেসেজ দেখে ওই নম্বরে ফোন করেন কালীচরণ। উল্টোদিক থেকে বলেন, ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে মেসেজ করা হয়েছে।।

কালীচরণ মাজির কথায়, “বলল বিল আপডেট নয়। আমিও বললাম টাকা জমা দেওয়ার রসিদ আছে আমার কাছে। আমাকে তখন বলল একটা ওটিপি যাবে ফোনে। সেটা শেয়ার করতে। এরপরই দেখি মেসেজ আসছে আর টাকা উঠে যাচ্ছে। ব্যালেন্স চেক করে দেখি ২টো অ্যাকাউন্ট থেকে প্রায় ৭ লক্ষ টাকা তুলে নিয়েছে।”

তিনি বলেন, আজীবন মানুষকে সতর্ক করলাম। ইদানিং সাইবার ক্রাইম নিয়ে চারদিকেই পুলিশি প্রচার বেড়েছে। বহুবার তিনি নিজেও অন্যদের সতর্ক করেছেন। কী করে এমন ঘটনা ঘটল বুঝতেই পারছেন না কালীচরণ। বলেন, “আমি নিজেই সকলকে সতর্ক করি। অথচ কী করলাম বুঝলামই না। এতদিন চাকরি করে সবে অবসর নিয়েছি। কষ্টের জমানো টাকা ফিক্স পর্যন্ত করিনি। কল্যাণীতে একটা জমির কাজ করানোর ছিল। এমন ক্ষতি হবে ভাবতেও পারছি না।”

Next Article