Parliament Security Breach: নীলাক্ষর হালিশহরের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা

Ananta Chattopadhyay | Edited By: সায়নী জোয়ারদার

Dec 18, 2023 | 7:37 PM

Halisahar: বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরাজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র নীলাক্ষ আইচ। যেদিন ললিতরা সংসদে স্মোকবম্ব নিয়ে গিয়েছিলেন, সেদিনও ক্লাসেই ছিলেন নীলাক্ষ। ক্লাস চলছিল। কলেজ থেকে বেরোনোর সময় দেখেন তাঁর হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো এসেছে। যা সংসদে তাণ্ডবের।

Parliament Security Breach: নীলাক্ষর হালিশহরের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা
ললিত ঝা ও নীলাক্ষ আইচ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: সংসদভবনে স্মোক-বম্বকাণ্ডে হালিশহরে কেন্দ্রীয় তদন্তকারীরা। সংসদে স্মোকবম্ব নিয়ে ঢুকে পড়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত ললিত ঝায়ের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরের নীলাক্ষ আইচের। সোমবার কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকরা নীলাক্ষর সঙ্গে কথা বলতে হালিশহর যান। ছিলেন ২ জন রাজ্য পুলিশের আইবি অফিসার এবং ২ জন দিল্লির কেন্দ্রীয় প্রতিনিধি।

সূত্রের খবর, প্রথমে নীলাক্ষের বাবাকে ডাকেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁর সঙ্গে কথা বলেন। সূত্রের দাবি, এরপর নীলাক্ষর সঙ্গে কথা বলেন তাঁরা। ললিত-যোগ নিয়ে নীলাক্ষকে একাধিক প্রশ্ন করা হয় বলে খবর।

বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরাজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র নীলাক্ষ আইচ। যেদিন ললিতরা সংসদে স্মোকবম্ব নিয়ে গিয়েছিলেন, সেদিনও ক্লাসেই ছিলেন নীলাক্ষ। ক্লাস চলছিল। কলেজ থেকে বেরোনোর সময় দেখেন তাঁর হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো এসেছে। যা সংসদে তাণ্ডবের।

অন্যদিকে এদিন ললিতের সম্পর্কে খোঁজখবর নিতে কলকাতায় পৌঁছয় দিল্লি পুলিশের একটি টিম। এলাকার এক ব্যক্তিকে গিরিশ পার্ক থানায় তলব করে দিল্লি পুলিশ, জিজ্ঞাসাবাদও করে। ললিতের বাড়িতে কার কার যাতায়াত ছিল সে বিষয়ে খোঁজ নেওয়া হয় বলে সূত্রের খবর।

Next Article