
বারাসত: পরীক্ষা চলছিল। তারই মধ্যে ঘটে গেল অঘটন। দিনের পর দিন স্কুলের ভবনের কোনও রক্ষণাবেক্ষণ হয়নি বলেই অভিযোগ। আর এবার হুড়মুড়িয়ে খোদ শিক্ষকের মাথার উপরেই ভেঙে পড়ল ছাদের চাঙড়। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রুজিপুর আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। তড়িঘড়ি বন্ধ করে দিতে হল পরীক্ষা।
বহুদিন ধরেই এই স্কুলের ভবনের বেহাল দশা। আগেও বেশ কয়েকবার ছোটখাটো চাঙড় ভেঙে পড়েছে। তবে এবার ভয়াবহ ঘটনা। পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের মাথার উপর একটি বড় একটি চাঙড় ভেঙে পড়ে বলে অভিযোগ। ছাত্রদের চিৎকারে শিক্ষক দ্রুত সরে যান। দুর্ঘটনার হাত থেকে কোনও ক্রমে রক্ষা পান তিনি।
চোখের সামনে এমন ঘটনা দেখে আতঙ্কিত ছাত্রছাত্রীরা। অভিভাবক এবং এলাকার মানুষজন পুরো ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ। অভিভাবকদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। আজ, মঙ্গলবার ছাত্র-ছাত্রীরা স্কুলে গেলেও কার্যত আতঙ্কে পরীক্ষা না দিয়েই তাদের ফিরিয়ে নিয়ে যায় অভিভাবকরা।
অভিভাবকদের এই আতঙ্ক যে স্বাভাবিক, সেটা কার্যত মেনে নিয়েছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের দাবি, তিনি বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে এই ভবনের পুনর্নিমাণ করার জন্য অনুরোধ করলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। তাই আজ এই অবস্থা। পরীক্ষা পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। অভিভাবকদের চোখে-মুখে রীতিমতো আতঙ্ক। এক অভিভাবক বলেন, “এভাবে কী করে ছেলেমেয়েদের স্কুলে পাঠাব! বড় বিপদ ঘটে যেতে পারত।”