Arjun Singh: ভরদুপুরে অর্জুন সিং-এর বাড়িতে হাজির পুলিশ, গোয়েন্দা বিভাগ
Arjun Singh: জগদ্দল থানার ওসি মহাবীর বেরা এবং তদন্তকারী কয়েকজন অফিসার শুক্রবার দুপুরে পৌঁছে যান অর্জুন সিং-এর বাড়িতে। যদিও এদিন দলীয় কাজে দক্ষিণ ২৪ পরগনায় গিয়েছেন প্রাক্তন সাংসদ।
ব্যারাকপুর: কয়েকদিন আগেই বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এরপর পুলিশ তাঁর বাড়িতে নোটিস পাঠায়। আর এবার একেবারে সদলবলে অর্জুন সিং-এর বাড়িতে হাজির হল পুলিশ। যদিও বিজেপি নেতা বাড়িতে ছিলেন না। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুলিশ মমতার নির্দেশে কাজ করছে। আমাকে যখন-তখন ডাকা হলে আমি যেতে পারব না।’
কয়েকদিন আগেই একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় শুভেন্দু অধিকারীর ওপর হতে পারে হামলা। এরপরই অর্জুন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট শুভেন্দু অধিকারী। হামলাকারীদের সেভ প্যাসেজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।’ শুধু জঙ্গি হামলা নয়, রাসায়নিক স্প্রে করেও শুভেন্দুকে মারা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
অর্জুন সিং-এর এই মন্তব্যের পর ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নামে জগদ্দল থানায় এফআইআর দায়ের করেন। তাঁর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম্মানিত হয়েছেন।
অর্জুন সিং-কে প্রথমে ই-মেল মারফত নোটিস পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়েও নোটিস দেয় জগদ্দল থানার পুলিশ। আর এবার বাড়িতেই হাজির হল পুলিশ।