Jagaddal Murder: কেন টার্গেট অর্জুনের ভাইপোর ছায়াসঙ্গী? অভিযুক্তদের খোঁজে রাতভর তল্লাশি

Ananta Chattopadhyay | Edited By: Soumya Saha

Nov 22, 2023 | 8:21 AM

Jagaddal Crime: কে বা কারা এই হামলা চালাল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে গতরাতের ওই ঘটনায় তেড়েফুঁড়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন পুলিশকর্মীরা। অভিযুক্তদের খোঁজে রাতভর চলেছে পুলিশের তল্লাশি অভিযান। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Jagaddal Murder: কেন টার্গেট অর্জুনের ভাইপোর ছায়াসঙ্গী? অভিযুক্তদের খোঁজে রাতভর তল্লাশি
জগদ্দলে খুন অর্জুনের ভাইপোর ছায়াসঙ্গী
Image Credit source: TV9 Bangla

Follow Us

জগদ্দল: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের ছায়াসঙ্গী ছিলেন ভিকি যাদব। জগদ্দলে গতরাতে ভিকি গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সেই ঘটনায় তোলপাড় হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এলাকায় আজকাল তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন ভিকি। সাংসদের ‘ঘর ওয়াপসির’ পর তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছিল ভিকিকে। কে বা কারা এই হামলা চালাল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে গতরাতের ওই ঘটনায় তেড়েফুঁড়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন পুলিশকর্মীরা। অভিযুক্তদের খোঁজে রাতভর চলেছে পুলিশের তল্লাশি অভিযান। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এদিকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া আশ্বস্ত করেছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে বলেও আশাবাদী ব্যারাকপুরের পুলিশ কমিশনার। অভিযুক্তদের সন্ধানে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অভিযান। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন অভিযুক্তদের মোবাইলের লোকেশনের দিকেও নজর রাখা হচ্ছে। মোবাইলের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদের পাকড়াও করার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা।

অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি তুলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও। তাঁর বক্তব্য, ভিকি যাদবকে বাড়ির সামনে মারা হয়েছে। ভিকি যে তৃণমূলের কর্মী ছিলেন, সেকথাও মানছেন সাংসদ। তবে এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ নাও থাকতে পারে বলে মত ব্যারাকপুরের সাংসদের। বললেন, “কে বা কারা এই কাজ করেছে তা তদন্তসাপেক্ষ। পুলিশকে বলা হয়েছে যাতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত করে। এটা তো রাজনৈতিক কারণ নাও হতে পারে। এমন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ছিলেন না, তৃণমূলের কর্মী ছিলেন।”

Next Article