
বনগাঁঁ: দাহ করার ঠিক আগেই শ্মশান থেকে দেহ তুলে নিয়ে গেল পুলিশ। পাঠানো হল হাসপাতালে। ডেথ সার্টিফিকেট দেখেই সন্দেহ শ্মশানকর্মীদের। দাহ করার জন্য বনগাঁ ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল দেহ। দাহকাজ বন্ধ রেখে মৃতদেহ তুলে নিয়ে যায় পুলিশ। নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়ায় শ্মশান চত্বরে।
উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার গাড়াপোতা এলাকার বাসিন্দা ধ্রুব কুণ্ডু। মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স ছিল ৬৫ বছর। পরিবারের দাবি, রবিবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর স্থানীয় এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নেন পরিবারের সদস্যরা।
এরপর মৃতদেহ দাহ করার জন্য তাঁরা নিয়ে যান বনগাঁ শ্মশানে। কাগজপত্র পরীক্ষা করা হয় সেখানে। কিন্তু মৃতদেহ দেখেই সন্দেহ হয় বনগাঁ শ্মশানের কর্তব্যরত কর্মীদের। তাঁদের দাবি, ওই দেহের গলায় একটি দাগ ছিল, যা স্বাভাবিক নয়।
বনগাঁ পুরসভার পুরপ্রধানকে বিষয়টি জানানো হয় শ্মশানের তরফে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সঙ্গে সঙ্গে ছোটে শ্মশানে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।