
খড়দহ: বড় রিটার্নের টোপ দিয়ে বাজার থেকে তুলেছিল প্রায় ১০০ কোটি টাকা। আগেই ধরা পড়েছিল এক অভিযুক্ত। শেষ পর্যন্ত পুলিশি অভিযানে গ্রেফতার আরও ৩। গ্রেফতারের খবর চাউর হতেই বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল রহড়া থানা। গোটা থানা ঘেরাও করে ফেললেন আমানতকারীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।
অভিযোগ, খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত পাতুলিয়া বাজারে বহু মানুষের থেকে টাকা তুলেছিল এলাকারই চার যুবক। পরে জানা যায় আসলেই সেটা চিটফান্ড। জানা মাত্রই টাকা চাইতে শুরু করেন আমানতকারীরা। কিন্তু ততক্ষণে চম্পট দিয়েছে ওই যুবকের দল। রহড়া থানায় দায়ের হয় অভিযোগ। জোরদার অ্যাকশন শুরু করে পুলিশ। ট্র্যাক করা হয় মোবাইলের নম্বর। তাতেই মেলে সাফল্য।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন হুগলি থেকে বিজন পাল,সুজন পাল ও উত্তম পাল নামে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। আগেই গ্রেফতার হয়েছিল অভিযুক্ত রূপম পাল। তাঁকে জেরা করেও বেশ কিছু সূত্র হাতে এসেছিল পুলিশের। এদিকে গ্রেফতারির খবর চাউর হতেই অনেক আমনতকারী জড়ো হতে শুরু করেন থানার সামনে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি দ্রুত তাঁদের টাকা ফেরতের দাবিতে চলতে থাকে বিক্ষোভ।
শুভাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক আমানতকারী বলেন, “৫ থেকে ৭ বছর ধরে টাকা রাখছিলাম। আমি প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা রেখেছিলাম। পরশু থেকে ওদের খোঁজ পাওয়া যাচ্ছিল। আজ শুনেছি পুলিশ ওদের গ্রেফতার করেছে। পুলিশ বলছে আমাদের আবেদন করতে। তারপর টাকা উদ্ধারের চেষ্টা করা হবে।”