
শিয়ালদহ: ফাঁকা যাচ্ছিল মাতৃভূমি। সেই কারণে নেওয়া হল বড় সিদ্ধান্ত। এবার থেকে মাতৃভূমি লোকালে সাধারণ যাত্রীদের (পুরুষ-মহিলা) জন্য বরাদ্দ হল তিনটি কামরা। সোমবার থেকেই মাতৃভূমির এই তিনটি কামরায় সাধারণ যাত্রীরা উঠতে পারবেন।
রেলসূত্রে খবর, শিয়ালদহ বিভাগে মাতৃভূমি লোকালগুলি ফাঁকাই যাতায়াত করছে। কার্যত খালি কামরা নিয়েই চলছে ট্রেনগুলি। বর্তমানে আবার লোকাল ট্রেনগুলির পরিকাঠামো আরও উন্নত হয়েছে। শিয়ালদহ বিভাগ তার প্রায় ৯০০টি উপনগর পরিষেবাকে ৯ কোচ থেকে বাড়িয়ে ১২টি কোচবিশিষ্ট ইএমইউ-তে রূপান্তর হয়েছে। তাই রেল আশ্বস্ত করেছে, লেডিস স্পেশালে কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের (পুরুষ-মহিলা) জন্য বাড়ালে মহিলা যাত্রীদের নিরাপদ যাত্রা ব্যহত হবে না। তাই যাত্রী সাধারণের কথা মাথায় রেখেই এই পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে মাতৃভূমি লোকালে।
মাতৃভূমি লোকালের নির্দিষ্ট কিছু কামরায় পুরুষ যাত্রীদের সফরের অনুমতি আগেই দিয়েছিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। সেই অনুযায়ী শিয়ালদহ থেকে চলে, এমন ছ’জোড়া মাতৃভূমি লোকালের তিনটি করে কামরায় সোমবার থেকেই সাধারণ কামরা হিসাবে চিহ্নিত করা হয়েছে।