Sodepur: মাঝরাত থেকে বিকল রেলগেট, সোদপুরে আটকে ট্রাক সহ বহু গাড়ি

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 19, 2024 | 9:26 AM

Sodepur Station: রাত থেকে রেলগেট বিকল হয়ে যায়। রাতেই শুরু হয় মেরামতির কাজ। কিন্তু, সকাল হয়ে গেলেও সেই সমস্যার কোনও সমাধান হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

Sodepur: মাঝরাত থেকে বিকল রেলগেট, সোদপুরে আটকে ট্রাক সহ বহু গাড়ি
বিকল রেলগেট
Image Credit source: TV9 Bangla

Follow Us

সোদপুর: সাত সকালে বিভ্রাট। হয়রানির শিকার নিত্যযাত্রী থেকে পথচারীরা। সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বিপদে পড়েছেন তাঁরা। কারণ রেলগেট কাজ করছে না। ফলে রেল লাইন পেরিয়ে এপার-ওপার হতে পারছে না কোনও গাড়ি। বন্ধ গোটা রাস্তা। একের পর এক ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পথচারীদের অভিযোগ, এই ঘটনা একদিনের নয়, প্রায়শই এমন ঘটনা ঘটছে।

সোমবার রাত থেকেই কাজ করছে না ওই রেলগেট। ফলে সোদপুরের রুটে লোকাল ট্রেনগুলিও যাচ্ছে গতি কমিয়ে। আর রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে ব্যাপক যানজট। পানিহাটি, আগরপাড়ার মতো এলাকাতেও আটকে আছে গাড়ি। বিশেষ করে ট্রাকগুলি না যেতে পারায় সমস্যা বেড়েছে।

রাত থেকে রেলগেট বিকল হয়ে যায়। রাতেই শুরু হয় মেরামতির কাজ। কিন্তু, সকাল হয়ে গেলেও সেই সমস্যার কোনও সমাধান হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। অনেকেই স্কুলে, কলেজে বা অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। এক বাইক আরোহী বলেন, ‘বারবার এমন ঘটনা ঘটে। আর আমাদের সমস্যায় পড়তে হয়।’

Next Article