বসিরহাট: সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন শিরোনামে এলেই, অনুষঙ্গে আসে বাঘের কথা। তবে এবার সেখানেই দেখা মিলল বিশাল এক মাছের। নাম সোনা বোগো। তাও আবার নদী ছেড়ে চাষের জমিতে উঠে এল সটান। সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে স্থানীয় চাষের জমিতে এই মাছ উঠে আসে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েত। সেখানকার আমবেড়িয়ার তারাপদ মণ্ডল শুক্রবার সকালে চাষের কাজে জমিতে যান। এদিকে মাঠে গিয়ে দেখেন, বিশালাকার কী একটি সেখানে বসে। বিরাট হাঁ মুখের। কিছুটা ভয়ই পেয়ে যান ওই কৃষক। এরপরই ছুট লাগান গ্রামের পথে।
চিৎকার করে সবাইকে বলেন সবটা। এরপরই ভিড় জমে চাষের জমিতে। সামনে গিয়ে দেখেন এ তো বাঙ্গস মাছ। লম্বায় প্রায় ৬ফুট, ১ ফুট চওড়া। ওই মাছ স্থানীয় বাজারে নিয়ে গিয়ে ওজন করিয়ে দেখা যায় ৫ কেজি ৬০০ গ্রাম। বাজারে নিয়ে গেলে মাছটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। নদী ছেড়ে চাষের জমিতে কীভাবে মাছ ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অনুমান, খাবারের খোঁজে নদী ছেড়ে উঠে আসে মাছটি।