Sodepur Flyover: শুরু হচ্ছে মেরামতির কাজ, কতদিন বন্ধ থাকছে সোদপুর ফ্লাইওভার?

Sodepur Flyover: আপাতত ফ্লাইওভারটি ওয়ানওয়ে করা হয়েছে বলেও জানা যাচ্ছে। মধ্যমগ্রাম দিক থেকে গাড়ি উঠতে পারলেও বিটি রোডের দিক থেকে কোনও যানবাহন, এমনকি সাইকেলও যেতে পারবে না। পরিস্থিতি বুঝে আপাতত বিকল্প রাস্তায় গাড়ি চালানোর কথা বলছে প্রশাসন।

Sodepur Flyover: শুরু হচ্ছে মেরামতির কাজ, কতদিন বন্ধ থাকছে সোদপুর ফ্লাইওভার?
কী বলা হচ্ছে প্রশাসনের তরফে? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 26, 2025 | 1:28 PM

সোদপুর: অবস্থা খারাপ অনেকদিন থেকেই। কিন্তু কবে ফিরবে হাল সেই প্রশ্নের উত্তর মিলছিল না। ক্ষোভ বাড়ছিল নিত্যযাত্রীদের মধ্যে। অবশেষে শুরু হতে চলেছে সংস্কারের কাজ। সোদপুরের বেহাল ফ্লাইওভার মেরামতির জন্য দুই মাস বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। তবে তা আংশিকভাবে। ইতিমধ্যেই গার্ডারের বিয়ারিং বদলের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিদিনই হাজার হাজার গাড়ি এবং একাধিক রুটের বাস এই ব্রিজ ব্যবহার করে, ফলে কাজ চলাকালীন যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে হয়েছে।

আপাতত ফ্লাইওভারটি ওয়ানওয়ে করা হয়েছে বলেও জানা যাচ্ছে। মধ্যমগ্রাম দিক থেকে গাড়ি উঠতে পারলেও বিটি রোডের দিক থেকে কোনও যানবাহন, এমনকি সাইকেলও যেতে পারবে না। পরিস্থিতি বুঝে আপাতত বিকল্প রাস্তায় গাড়ি চালানোর কথা বলছে প্রশাসন। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু তাও নিত্যযাত্রীদের ভোগান্তি থেকেই যাচ্ছে। অফিসেও টাইমে সবথেকে বেশি বাড়ছে চাপ। 

এই বিষয়ে বিজেপির যুবনেতা জয় সাহা যদিও বলছেন, কিছুটা অসুবিধা হলেও রাস্তা সংস্কার হয়ে গেলে দিনের শেষে মানুষেরই উপকার হবে। সমস্যাও অনেকটাই কমে যাবে। আগের মতোই সব গাড়ি দ্রুত যাতায়াত করতে পারবে। পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে-ও জানাচ্ছেন, দুমাস বন্ধ থাকবে ব্রিজ। শুধুমাত্র মধ্যমগ্রাম থেকে সোদপুরের দিকে আসা সমস্ত গাড়ি ব্রিজ পারাপার করতে পারবে। এদিকে সাম্প্রতিককালে দফায় দফায় বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির জন্যই বন্ধ রাখা হয়েছে। ফলে কিছুটা হলেও ভোগান্তির শিকার হতে হয়েছে নিত্যযাত্রীদের। এবার সোদপুরে ছবিটা কেমন দাঁড়ায় সেটাই দেখার।