Restaurant: জল-সোডার বোতলে প্রিন্টের থেকে ২১ টাকা বেশি নিয়েছিল রেস্তোরাঁ, দিতে হচ্ছে ১২ হাজার

Restaurant: রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলেও তারপরই সোজা ক্রেতা সুরক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেন ওই যুবক। আইনজীবীর মাধ্যমে মামলা করেন। শেষ পর্যন্ত ক্রেতা সুরক্ষা আদলতে জয় হয় হরসিতের।

Restaurant: জল-সোডার বোতলে প্রিন্টের থেকে ২১ টাকা বেশি নিয়েছিল রেস্তোরাঁ, দিতে হচ্ছে ১২ হাজার
প্রতীকী ছবি Image Credit source: Meta AI

| Edited By: জয়দীপ দাস

May 31, 2025 | 7:24 PM

রায়গঞ্জ: নির্ধারিত মূল্যের চেয়ে জল ও সোডার দাম ২১টাকা বেশি নেওয়ায় বড়সড় খেসারত দিতে হল রেস্তোরাঁকে। কড়া পদক্ষেপ করল ক্রেতা সুরক্ষা দফতর। ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের বাসিন্দা হরসিত দত্ত নামে এক যুবক বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন শহরের এক নামী রেস্তোরাঁতে। অভিযোগ, খাওয়া-দাওয়ার পর তাঁদের যে বিল দেওয়া হয় তাতে দেখা যায় প্রিন্ট ২০ টাকা থাকলেও জলের দাম লেখা হয়েছে ২৮ টাকা। অন্যদিকে সোডার ক্ষেত্রেও একই ছবি। সোডার দাম যেখানে ২০ টাকা সেখানে ৩৩ টাকা ধার্য করা হয়েছে বলে অভিযোগ। 

কেন বেশি দাম নেওয়া হচ্ছে সেই প্রশ্ন করেন হরসিত ও তাঁর বন্ধু-বান্ধবরা। অভিযোগ তাতেই রেগে যান রেস্তোরাঁর কর্মীরা। রোষের মুখে পড়তে হয় ওই যুবককে। হরসিতের অভিযোগ, কোনও কারণ ছাড়াই দাম বেশি নেওয়া হচ্ছিল। হরসিত আরও বলছেন, তাঁরা প্রতিবাদ করতেই রেস্তোরাঁর কর্মীরা ‘এটাই নিয়ম’ বলে মৌখিকভাবে দাবf করলেও এই বিষয়ে লিখিতভাবে কোনও তথ্য তাঁরা দেখাতে পারেননি। যদিও শেষ পর্যন্ত হরসিতকে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয়। 

রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলেও তারপরই সোজা ক্রেতা সুরক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেন ওই যুবক। আইনজীবীর মাধ্যমে মামলা করেন। শেষ পর্যন্ত ক্রেতা সুরক্ষা আদলতে জয় হয় হরসিতের। রায় ঘোষণার এক মাসের মধ্যে ওই রেস্তোরাঁকে জরিমানা বাবদ মোট ১২ হাজার ১২১ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হরসিত বলছেন, কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হতো। ওদের এই কাজের প্রতিবাদেই মামলা করেছিলাম। অন্যদিকে রসিতের আইনজীবী চন্দন সরকার বলছেন, এই কেস ক্রেতাদের আরও সচেতন করবে।