RG Kar: ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক, তিলোত্তমার মা-বাবাকে উপস্থিত থাকার অনুরোধ শুভেন্দুর

RG Kar: আজ শনিবার শুভেন্দু পৌঁছন তিলোত্তমার বাড়ি। তাঁর সঙ্গে ছিলেন কৌস্তভ বাগচী। প্রায় এক ঘণ্টার উপর তিলোত্তমার মা-বাবার সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

RG Kar: ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক, তিলোত্তমার মা-বাবাকে উপস্থিত থাকার অনুরোধ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 05, 2025 | 9:08 PM

পানিহাটি: তিলোত্তমার বাড়িতে পৌঁছলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৯ অগস্ট তিলোত্তমার ঘটনার এক বছর সম্পূর্ণ হচ্ছে। সেই স্মরণেই এবার নবান্ন অভিযান। দলীয় পতাকা ছাড়াই এই অভিযানের ডাক দিয়েছে বিজেপি। ওই দিন তিলোত্তমার মা-বাবাকে সেই অভিযানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু।

আজ শনিবার শুভেন্দু পৌঁছন তিলোত্তমার বাড়ি। তাঁর সঙ্গে ছিলেন কৌস্তভ বাগচী। প্রায় এক ঘণ্টার উপর তিলোত্তমার মা-বাবার সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে, বিরোধী দলনেতা যে এ দিন তিলোত্তমার বাড়ি যাবেন তা আগেই জানিয়েছিলেন তিনি। শুভেন্দু বলেন, “পাঁচ তারিখ উল্টোরথের দিন পানিহাটিতে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে তাঁদের বাড়ি যাব। আর তিলোত্তমার বাবাকে বলব পতাকা ছাড়া ৯ অগস্ট তিলোত্তমার ধর্ষণ-খুনের একবছরে নবান্ন অভিযান করতে হবে।”

অপরদিকে, তিলোত্তমার মা বলেন, “আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। সঞ্জয়কে একা ধরল। তারপর আর যে দু’জনকে ধরেছিল, চার্জশিট না দেওয়ার কারণে তারাও ছাড়া পেয়ে গিয়েছেন। আমি সেই প্রশ্নটাই করলাম, সত্যিই কি সিবিআই কাউকে পায়নি? নাকি পেয়েও ধামাচাপা দিয়ে এড়িয়ে যেতে চাইছেন। শুভেন্দুদা বললেন আমি উপরের লেভেলে জানিয়েছি। দেখছি কী করা যায়।”