RG Kar: ‘আজ রাত ন’টায় ৯ প্রদীপ জ্বালান’, ডাক্তারদের জন্য ষষ্ঠীব্রত পালন তিলোত্তমার মায়ের

Panihati: তিলোত্তমার বাবা-মা বলেন, "এমনই একটা ৯ তারিখ আমার জীবনটা ওলট-পালট হয়ে গেল। আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হতো। আমার মেয়ে আমি উপোস করতাম। আজও আমি উপোস রয়েছে। আমার একটা মেয়ে চলে গিয়েছে। হাজার-হাজার মেয়ে রাস্তায় অনশন করছে। আমি তাঁদের জন্য উপোস করে রয়েছি। বাংলার মায়েদের বলব আজ রাত ৯টায় সন্তানদের মঙ্গলের জন্য ৯টা প্রদীপ জ্বালিয়ে সন্তানদের মঙ্গল আরাধনা করেন।"

RG Kar: আজ রাত নটায় ৯ প্রদীপ জ্বালান, ডাক্তারদের জন্য ষষ্ঠীব্রত পালন তিলোত্তমার মায়ের
তিলোত্তমার বাবা-মাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 09, 2024 | 5:07 PM

পানিহাটি: আজ ৯ তারিখ। ঠিক দু’মাস আগে এই দিনেই মেয়েকে হারিয়ে ছিলেন তিলোত্তমার মা। ভুলতে পারছেন না কিছুতেই। আজ ঘর ফাঁকা তাঁর। তবে বাংলার মায়েদের কাছে নির্যাতিতার মা আবেদন করেছেন সন্তানের মঙ্গল হেতু তাঁরা যেন ৯টি প্রদীপ জ্বালান।

বুধবার অর্থাৎ ষষ্ঠী থেকে মেয়ের বিচার চেয়ে ধরনায় বসছেন তিলোত্তমার মা-বাবা। মেয়ের স্মৃতি বুকে নিয়ে পুজোর সময় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধরনায় তাঁরা। আগেই তাঁরা জানিয়েছেন, তিলোত্তমার বাবা-মা জানালেন, যে কেউ ধরনা মঞ্চে আসতে পারেন। তবে কোনও রাজনৈতিক রং লাগুক, চাইছেন না তাঁরা। তবে এ দিন দেখা গেল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছে গিয়েছে তাঁদের বাড়িতে। তিনি সেখানে পৌঁছে সকলের সঙ্গে কথা বলেন। আবেদন করেন, যাঁরা পুজোয় বেরবেন তাঁরা একবার অন্তত এই মঞ্চের সামনে ও ধর্মতলার যে মঞ্চে ডাক্তারা অনশন করছেন এই দুই জায়গাতেই ঘুরে আসেন। তিলোত্তমার মা বলেন, “এমনই একটা ৯ তারিখ আমার জীবনটা ওলট-পালট হয়ে গেল। আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হতো। আমার মেয়ে আমি উপোস করতাম। আজও আমি উপোস রয়েছে। আমার একটা মেয়ে চলে গিয়েছে। হাজার হাজার ছেলে মেয়ের রাস্তায় অনশন করছে। আজ ৯ তারখি। রাত ৯টায় নিজের সন্তানের মঙ্গল কামনায় ৯টা প্রদীপ জ্বালুন।”