Bhatpara: ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট! পুলিশের জালে ভাটপাড়ার রিয়া, নেপথ্যে বড় চক্র?

Bengal Police: ধৃতকে ইতিমধ্যেই ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। তবে একজন মহিলার কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, ওই পাইপগানটি তিনি কী উদ্দেশ্যে ব্যবহার করতেন। এর পেছনে কি নিছকই শখ, নাকি কোনো অপরাধমূলক পরিকল্পনা ছিল?

Bhatpara: ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট! পুলিশের জালে ভাটপাড়ার রিয়া, নেপথ্যে বড় চক্র?
পুলিশ গ্রেফতার করতেই চাপানউতোর এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 10, 2026 | 12:23 PM

ভাটপাড়া: ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করাই শেষ পর্যন্ত কাল হল। সোশ্যাল মিডিয়ার সেই সূত্র ধরেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক মহিলাকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতের নাম রিয়া সিং কর্মকার। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার অন্তর্গত নারায়ণপুর শীতলাতলা এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। কৌতূহলী জনতার ভিড় বাড়তে থাকে রিয়ার বাড়ির আশেপাশে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই মহিলা আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি ফেসবুকে আপলোড করেছিলেন।

বিষয়টি পুলিশের নজরে আসতেই তৎক্ষণাৎ তদন্ত শুরু হয়। সেই রেশ ধরেই পুলিশ নারায়ণপুর শীতলাতলা এলাকায় রিয়ার বাড়িতে হানা দেয়। আচমকা ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শাটার (পাইপগান) ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেন তদন্তকারীরা। বেআইনি অস্ত্র রাখার অপরাধে রিয়া সিং কর্মকারকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

ধৃতকে ইতিমধ্যেই ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। তবে একজন মহিলার কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের লোকজনও বিশেষ কিছু বলতে পারছেন না। পুলিশ তদন্ত করে দেখছে, ওই পাইপগানটি তিনি কী উদ্দেশ্যে ব্যবহার করতেন। এর পেছনে কি নিছকই শখ, নাকি কোনো অপরাধমূলক পরিকল্পনা ছিল? ধৃত মহিলা কোনো দুষ্কৃতী দলের ‘মক্ষীরানি’ বা লিডার কি না, কিংবা এলাকার কোনো গ্যাং-এর সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জোরকদমে চলছে জিজ্ঞাসাবাদ। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গেও। নেপথ্যে কোনও বন্ধুর যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।