Road Accident: কালীপুজোর রাতে পুলিশের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ, নিহত ৩

Dipankar Das | Edited By: সায়নী জোয়ারদার

Nov 13, 2023 | 12:15 AM

Road Accident: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে যাচ্ছিল পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই সময়ই উল্টো দিক থেকে একটি বাইক আসছিল। তাতে তিনজন যুবক ছিলেন। অভিযোগ, পুলিশের গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীরা ছিটকে পড়েন।

Road Accident: কালীপুজোর রাতে পুলিশের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ, নিহত ৩
হাসপাতালে ক্ষোভ পরিবারের লোকজনের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: আলোর উৎসবের মাঝেই ভয়াবহ পথদুর্ঘটনা। গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল তিন যুবকের। অভিযোগ, গাড়িটি পুলিশ আধিকারিকের। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রামপঞ্চায়েতের চারাতলা এলাকায় রবিবার রাতে এই পথদুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার ও অমিত মাজি। গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা। আহত হয়েছেন পুলিশ আধিকারিক-সহ ২ জন। আহত হয়েছেন বনগাঁ মহিলা থানার আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। আহতদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে যাচ্ছিল পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই সময়ই উল্টো দিক থেকে একটি বাইক আসছিল। তাতে তিনজন যুবক ছিলেন। অভিযোগ, পুলিশের গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীরা ছিটকে পড়েন। এদিকে আহত হন পুলিশ আধিকারিক ও তাঁর গাড়ির চালকও।

এ বিষয়ে বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাইকটি আচমকা তাঁর গাড়ির সামনে চলে আসে। গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ২ জন মারাও যান। পরে আরও একজনের মৃত্যু হয় বলে অভিযোগ। নিহতদের পরিবারের দাবি, পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। তার খেসারত দিতে হল তিন যুবককে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এলাকায় পাশাপাশি দু’টি কালীপুজো হয়। ওরা জিনিস কিনতে যাচ্ছিল। সেই সময় পুলিশের গাড়ি মেরে দেয়। একজনের দেহ রাস্তায় ধারে পড়েছিল। কেউ তোলেনি।”

Next Article