টিটাগড়: টিটাগড়ে শুটআউট। সোনার দোকানে ডাকাতিতে (Robbery in Titagarh) বাধা পেয়ে গুলি দুষ্কৃতীদের। নিহত সোনার দোকানের মালিকের ছেলে। জখম আরও দুই। ভর্তি ব্যারাকপুর হাসপাতালে (Barrackpore Hospital)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ। ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। সূত্রের খবর, এদিন ভর সন্ধ্যায় ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেটের কাছে একটি সোনার দোকানে হানা দেয় একটি ডাকাত দল। পিস্তল উঁচিয়ে হাতানোর চেষ্টা করে দোকানে থাকা সোনার গয়না।
ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন দোকানের মালিক। ছুটে যান তাঁর ছেলেও। তখনই গুলি ছোড়ে ডাকাতরা। তাদের ছোড়া গুলিতেই মৃত্যু হয় দোকানের মালিকের ছেলে নীলাদ্রি শেখর সিংহ। গুলি লাগে তার বাবার পায়েও। আহত হয়েছেন দোকানের আরও এক কর্মচারী। ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছে এলাকার নিরাপত্তা নিয়ে। ভর সন্ধ্যায় ভরা বাজারে গুলি চলার ঘটনায় তীব্র আতঙ্ক এলাকার বাসিন্দাদের মধ্যে। চাপা উত্তেজনা এলাকার ব্যবসায়িক মহলেও।
এদিকে যে জায়গায় এ ঘটনা ঘটেছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে ব্যারকপুরের পুলিশ কমিশনারেটের অফিস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার পর কার্যত বিনা বাধায় এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। চলছে টহল। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি বলেই জানা যাচ্ছে। এমনকী দোকান থেকে কোনও গয়না চুরি গিয়েছে কিনা সে বিষয়েও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।