Sandeshkhali: বিস্কুটের প্যাকেটে এতগুলো…, সন্দেশখালির ঘটনায় মাথায় হাত খোদ পুলিশের

Sandeshkhali: প্রায় কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে সন্দেশখালির ধামাখালি থেকে। এখনো পর্যন্ত ১০ কোটি টাকা গোনা গিয়েছে। টাকা গোনার কাজ চলছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।

Sandeshkhali: বিস্কুটের প্যাকেটে এতগুলো..., সন্দেশখালির ঘটনায় মাথায় হাত খোদ পুলিশের
সন্দেশখালিতে কী হচ্ছে?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 19, 2025 | 2:31 PM

সন্দেশখালি: গেস্ট হাউসের ভিতরে বিস্কুটের পেটি। থরে থরে সাজানো সেই পেটি দেখেই সন্দেহ হয়েছিল সাধারণ মানুষের। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই চোখ কপালে ওঠার জোগাড়। থরে-থরে সাজানো রয়েছে টাকা। তবে তা নকল। প্রায় কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে সন্দেশখালির ধামাখালি থেকে। এখনো পর্যন্ত ১০ কোটি টাকা গোনা গিয়েছে। টাকা গোনার কাজ চলছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, সন্দেশখালির ধামাখালির একটি গেস্ট হাউসে বিস্কুটের পেটি দেখে সাধারণ মানুষের সন্দেহ হয়। তখনই খবর দেওয়া হয় পুলিশ। প্রচুর পরিমাণে জালনোট উদ্ধার হয়। পুলিশ সারারাত ধরে সন্দেশখালি ওই এলাকায় তল্লাশি চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন সিরাজুল মোল্লা। তিনি জীবনতলার বাসিন্দা। অন্যজন দেবব্রত চক্রবর্তী। তাঁর বাড়ি মহেশতলায়। এই দুজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। আর কোন কোন জায়গায় এই জাল টাকা রয়েছে তাও খতিয়ে দেখা হয়েছে। তবে প্রাথমিক অনুমান এই গেস্ট হাউস থেকে টাকার বিভিন্ন প্রান্তে এই জালনোট ছড়িয়ে দেওয়ার চক চলছিল। এই চক্রের  সঙ্গে আর কারা জড়িত পুলিশ তদন্ত করছে।

উল্লেখ্য, রাজনৈতিক ভাবে বরাবরই উত্তেজনা থাকে সন্দেশখালিতে। গতবছর এখানকার প্রচুর মহিলা নারী নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন। তৃণমূল ও বিজেপি দুষেছিল একে অপরকে। সেই সন্দেশখালিতে জাল নোট উদ্ধার স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে।