
সন্দেশখালি: শেখ শাহজাহান জেলে। কিন্তু তার বাহিনীর তাণ্ডব এখনও অব্যাহত। বিস্ফোরক অভিযোগ ঘিরে আবারও শিরোনামে সন্দেশখালি। সন্দেশখালির বেড়মজুরের কাটপোল এলাকা থেকে সামনে এল অভিযোগ।
সন্দেশখালিতে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন গীতা বর। অভিযোগ, গীতা ও তাঁর পরিবারের সদস্যদের গত চার দিন আগে অমানবিকভাবে মারধর করে এলাকার কিছু দুষ্কৃতী। এই দুষ্কৃতীরা সকলেই শেখ শাহজাহানের অনুগামী বলেই দাবি গীতা বরের।
তিনি আরও দাবি করেছেন, তাঁর পরিবার বিজেপি করে এই অপরাধে গত ২৯ এপ্রিল রাতে হঠাৎই তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁর স্বামী সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। গীতা সবাইকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাঁর উপরেও চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে রাস্তার উপর ফেলে বেধড়ক মারধর করা হয়! সাদা থান তাঁর বাড়িতে পাঠিয়েও হুমকি দিয়ে যায় দুষ্কৃতীরা।
এরপর গীতা ও তাঁর পরিবারের সদস্যরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁদের। এরপর গীতা বর সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোনও রকম পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেন তিনি।
এমনকী বৃহস্পতিবার গভীর রাতেও দুষ্কৃতীরা তাঁর বাড়িতে গিয়ে বাড়ির উপরে ইট পাটকেল মারে। গীতা বর ও তার পরিবার আতঙ্কে একপ্রকার ঘরবন্দি হয়ে আছে। তার ছোট ছোট সন্তানরা বাড়ি থেকে বের হতে পারছে না বলেও অভিযোগ। কার্যত গৃহবন্দি দশা!
এই বিষয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বিধায়ক বলেন, ‘খোঁজ নিয়ে দেখব তারপর জানাব।’