Sandeshkhali: আবার সন্দেশখালি! বড় বিপদ এল সেখানে

Sandeshkhali: সন্দেশখালির রায়মঙ্গল নদীর তুষখালী এলাকায় নদীর বাঁধে বিশাল ধস নেমেছে। যখন তখন বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে। আনুমানিক ১০০ ফুট বাঁধে ধস। ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি দল। আতঙ্কে গ্রামবাসীরা।

Sandeshkhali: আবার সন্দেশখালি! বড় বিপদ এল সেখানে
সন্দেশখালিতে নামল ধসImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 31, 2025 | 5:32 PM

সন্দেশখালি: বর্ষা নয়। এখন গরম চলছে। বৃষ্টির দেখা নেই। কিন্তু তার মধ্যেই বড় বিপদ উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। রায়মঙ্গল নদীর বাঁধে বিশাল ধস। সেই আতঙ্কে গ্রামের কয়েক হাজার মানুষ।

সন্দেশখালির রায়মঙ্গল নদীর তুষখালী এলাকায় নদীর বাঁধে বিশাল ধস নেমেছে। যখন তখন বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে। আনুমানিক ১০০ ফুট বাঁধে ধস। ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি দল। আতঙ্কে গ্রামবাসীরা। পঞ্চায়েতের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

এ প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “এলাকার পঞ্চায়েত কাজ শুরু করেছে। খুব দ্রুততার সহিত কাজ হচ্ছে। চিন্তার কোনও কারণ নেই।” বসিরহাট জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেন, “সন্দেশখালি বিধানসভা দ্বীপে ঘেরা। নদী-মাতৃক। তৃণমূল নেতাদের দ্বারা সন্ত্রাসের আঁতুড়ঘর সন্দেশখালি। এই নদীবাঁধে ভাঙন নতুন ঘটনা নয়। এর জেরে প্রতিবছর গবাদি পশুর প্রাণহানি, ঘরবাড়ি তলিয়ে যাওয়া সবটাই হয়েছে সন্দেশখালিতে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের তো কোনও হেলদোল নেই। তাঁরা নিজেদের পকেট ভরতেই ব্যস্ত। তবে এখানকার মানুষের প্রতি আমাদের আস্থা আছে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে এখানে।”