Sandip Ghosh: ‘আর পারছি না…’, ভীষণভাবে বিধ্বস্ত স্ত্রী-সন্তান-মা , সামাজিক মাধ্যমে পোস্ট করলেন সন্দীপ ঘোষ

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 24, 2024 | 3:22 PM

Sandip Ghosh: পানিহাটির বাচিক শিল্পী সন্দিপ ঘোষ বেজায় সমস্যা পড়েছেন নিজের নাম নিয়ে। বন্ধু- বান্ধব থেকে আত্মীয় এবং প্রতিবেশীরা সবাই ট্রোল করছেন আর,জি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিয়ে।

Sandip Ghosh: আর পারছি না..., ভীষণভাবে বিধ্বস্ত স্ত্রী-সন্তান-মা , সামাজিক মাধ্যমে পোস্ট করলেন সন্দীপ ঘোষ
বিড়ম্বনায় পানিহাটির সন্দীপ ঘোষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

 বারাকপুর: তিলোত্তমা পর্বে যে নামটা সবচেয়ে বেশি চর্চিত, যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে, তিনি সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। কিন্তু এই নামটাই এখন যথেষ্ট। নামমিলান্তীতে ঘটছে চরম বিড়ম্বনা।এর  এই নামের সঙ্গে যাঁদের পদবীটাও মিলে গিয়েছে, তাঁরা পড়েছেন মহা ফাঁপড়ে।  ফেসবুকে উঠেছে ঝড়। ঝড় তুলেছেন সব সন্দীপরা, যাঁরা আবার জন্মসূত্রে ঘোষ পদবীর অধিকারী। কারণ আরজি করের সন্দীপ ঘোষের ‘কেলেঙ্কারি’  সামনে আসার পর থেকে সব সন্দীপরাই নানারকম বিড়ম্বনায় পড়ছেন। তাই তাঁরাও ফেসবুকে পাল্টা নামের পাশে লিখে রাখছেন, সন্দীপ ঘোষ, ‘নট দ্য প্রিন্সিপ্যাল’।

সমনামী হয়ে বিড়ম্বনার ঘটনা অবশ্য নতুন নয়। এরকমই একজন সন্দীপ ঘোষ পানিহাটির বাসিন্দা। তিনি এক জন বাচিকশিল্পী। এতদিন জীবন ছিল সুখের। কিন্তু আরজি কর কাণ্ডের পর থেকে তিনি পড়েছেন মারাত্মক বিড়ম্বনায়।  আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার সকলেই। এর মধ্যে আবার যাঁদের নাম সন্দীপ ঘোষ, তাঁরাও পড়েছেন নাম বিড়ম্বনায়। সেরকমই হলেন পানিহাটির বাচিক শিল্পী সন্দীপ ঘোষের। আর পারছেন না সহ্য করতে। বাধ্য হয়েই নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখলেন, ‘আমি আরজি করের প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষ নই…’

পানিহাটির বাচিক শিল্পী সন্দিপ ঘোষ বেজায় সমস্যা পড়েছেন নিজের নাম নিয়ে। বন্ধু- বান্ধব থেকে আত্মীয় এবং প্রতিবেশীরা সবাই ট্রোল করছেন আর,জি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিয়ে। আর তিনি যে সেই সন্দীপ ঘোষ নন,  এটা তাঁর বোঝাতে প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে।  আবার অনেকে এসে তাঁর সামাজিক মাধ্যমের পেজেও এসে পোস্ট করে যাচ্ছেন। মাঝেমধ্যে মানসিকভাবে ভেঙেও পড়ছেন সন্দীপ ঘোষ।

এই খবরটিও পড়ুন

সন্দীপের মা বলেন, “নামটা আগে থেকেই রাখা হয়ে গিয়েছে, এখন আর কিছু করার নেই। আগে জানলে এই নাম কে রাখত! এখন তো শুভ নামই বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে।”

ভীষণ ক্ষুব্ধ সন্দীপের স্ত্রী-ও । তিনি বলেন, “ছেলের ইস্কুলে অভিভাবকরা ওঁর নামটা নিয়ে খুব ট্রোল করছেন! আর ভালো লাগছে না!” তবে পড়শিরা বুঝছেন, জানেন, এই সন্দীপ ঘোষ আর সেই সন্দীপ ঘোষ নন। এটাই যা শান্তি পানিহাটির ঘোষ পরিবারের।

আরও একজন সন্দীপ ঘোষ। তাঁর তো আবার নাম-পদবীর সঙ্গে মিলে গিয়েছে পেশাও। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ডের পর তাঁকেই বিভিন্ন লোকে মেসেজ করছিলেন। সামাজিক মাধ্যমে তিনিও হেনস্থার শিকার হচ্ছিলেন। বাধ্য হয়ে তিনিও নিজের নামে পাশে সামাজিক মাধ্যমে ফেলেন ‘নট দ্য প্রিন্সিপ্যাল…’ আপাতত সেটাই সন্দীপের ফেসবুকের নাম। এই সন্দীপ ঘোষ আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সামিল হয়েছিলেন।

ফেসবুকে এখন সন্দীপ ঘোষ টাইপ করলেই, দেখা যাচ্ছে, যাঁরা সার্চ লিস্টে আসছেন, প্রত্যেকেই নামের পাশে লিখেছেন, ‘নট দ্য প্রিন্সিপ্যাল’

Next Article