
জগদ্দল: ফের জগদ্দলে চলল গুলি। গুলি চালানোর ঘটনায় অল্পের জন্য রেহাই তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদ। পলাতক অভিযুক্ত। তবে গুলি চালানোর ঘটনা অস্বীকার জগদ্দল থানার পুলিশের।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে সার্কাস মোড় এলাকায়। জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদের সঙ্গে সামান্য বসচাকে কেন্দ্র করে অপর তৃণমূল কর্মী মুন্না পাশোয়ান গুলি চালায় বলে অভিযোগ। তবে অল্পের জন্য রেহাই পান অনুরাগ। জগদ্দল থানার পুলিশ অনুরাগকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
যদিও পুলিশের দাবি, গুলি চালানোর ঘটনা ঘটেনি। এদিকে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রকাশ্য দিবালোকে এরকম গুলির ঘটনায় মেনে নিতে পারছেন না তাঁরা। পুলিশ এখনও অভিযুক্ত মুন্না পাশোয়ানকে গ্রেফতার করেনি বলে দাবি স্থানীয়দের।
তৃণমূল কর্মী মহম্মদ ইকবাল বলেন, “যে মেরেছে সেও তৃণমূল। যে যাঁরা মেরেছে সেও তৃণমূল।”প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান,”তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। এলাকায় কে-কত তোলা তুলবে তাই নিয়ে দুই কাউন্সিলরের লড়াই।”