Shootout at Dakhineswar: ভরদুপুরে দক্ষিণেশ্বর এলাকায় গুলি চলল, আহত যুব তৃণমূল নেতা

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 29, 2023 | 6:15 PM

TMC leader injured: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অরিত্র ঘোষ নামে ওই যুব নেতা এদিন ফ্ল্যাট থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা আসে বাইকে চেপে।

Shootout at Dakhineswar: ভরদুপুরে দক্ষিণেশ্বর এলাকায় গুলি চলল, আহত যুব তৃণমূল নেতা
গুলিবিদ্ধ তৃণমূল নেতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণেশ্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। গুলি চালানোর ঘটনা ঘটেছে একাধিক জেলায়। এবার গুলি চলল উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরের আড়িয়াদহ এলাকায়। অভিযোগ, তৃণমূলের যুব নেতা অরিত্র ঘোষ ওরফে বুম্বাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা। বৃহস্পতিবার দুপুরে নিজের ফ্ল্যাট থেকে বেরনোর পর তাঁকে ঘিরে ধরে একদল দৃষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। তৃণমূলেরই আর এক নেতা জায়েন্ত সিং-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অরিত্র ঘোষ নামে ওই যুব নেতা এদিন ফ্ল্যাট থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা আসে বাইকে চেপে। তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, প্রথমে দু রাউন্ড গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ওই যুবনেতাকে লোহার রড দিয়ে মেরে হাত-পা ভেঙে দেওয়া হয়। তবে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা, কী কারণে এই ঘটনা, তা স্পষ্ট নয়। আশঙ্কাজনক অবস্থায় অরিত্রকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে। দিনের আলোয় এমন একটি ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত এলাকার লোকজনও। ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

আহত যুবনেতা বলেন, আমার পা ঘেঁষে গুলি বেরিয়ে যায়। তিনি আহত অবস্থায় রাস্তায় পড়ে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে তুলে নিয়ে যায় হাসপাতালে। তাঁর দাবি, দুষ্কৃতীরা সবাই জায়েন্ত সিং ও রাজু ঘোষের লোক। রাজু ঘোষ একজন ব্যবসায়ী। তাঁর কথাতেই সবকিছু হয়েছে বলে মনে করেন অরিত্র।

Next Article