AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghola Murder: তোলার ২ লক্ষ দিতে পারেননি, ইট দিয়ে চানাচুর বিক্রেতাকে থেঁতলে খুন দুষ্কৃতীদের

Ghola Murder: মৃতের নাম অভিজিৎ বিশ্বাস। তাঁর একটি চানাচুরের দোকান ছিল। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকার দুষ্কৃতী বাদল মণ্ডল ও তাঁর দলবল অভিজিতের কাছে তোলার টাকা চেয়ে আসছিল। সেই টাকা দিতেই অস্বীকার করেছিলেন অভিজিৎ।

Ghola Murder: তোলার ২ লক্ষ দিতে পারেননি, ইট দিয়ে চানাচুর বিক্রেতাকে থেঁতলে খুন দুষ্কৃতীদের
অভিজিৎ বিশ্বাসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 01, 2024 | 3:28 PM
Share

ঘোলা: খুন তৃণমূল কর্মী। তোলার টাকা না দেওয়ায় ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চরম উত্তজনা ছড়াল সোদপুর ঘোলা অপূর্বনগর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ঘোলা থানার পুলিশ।

মৃতের নাম অভিজিৎ বিশ্বাস। তাঁর একটি চানাচুরের দোকান ছিল। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকার দুষ্কৃতী বাদল মণ্ডল ও তাঁর দলবল অভিজিতের কাছে তোলার টাকা চেয়ে আসছিল। সেই টাকা দিতেই অস্বীকার করেছিলেন অভিজিৎ। জানা গিয়েছে, এ দিন মেয়ের স্কুলের জিনিস নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময় তাঁর উপর চড়াও হন এলাকার দুষ্কৃতী বাদল মণ্ডলের দলবলল। অভিযোগ ইট দিয়ে থেঁতলে খুন করা হয় তাঁকে। ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এলাকাবাসী। এই ঘটনার তদন্তে নেমেছে ঘোলা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কোনও দুষ্কৃতী।

অভিজিৎবাবুর স্ত্রী মৌ বিশ্বাস বলেন, “এখানকার গুন্ডারা ওকে ফেলে ছিল। ওরা টাকা চাইছিল। সেইটাই দেয়নি।” অপরদিকে, অভিজিৎ-এর মা আলপনা বিশ্বাস বলেন, “মেয়ের বইখাতা কিনতে গিয়েছিল। ওকে ফোন করছিলাম। তখনও বলল মা চলে এসেছি। তারপর দেখি রাস্তায় পড়ে রয়েছে। মুখ থেকে রক্ত বেরচ্ছে। ওরা দিনের পর দিন হুমকি দিত। ২ লক্ষ টাকা চেয়েছিল আমাদের কাছ থেকে।”