Bangaon: একদিনেই নিভে গেল দুই প্রদীপ! চোখের পলকে কোল খালি হয়ে গেল মায়ের

Bangaon: এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় শেষে নদীর ঘাটে শুরু হয় খোঁজ। তারপরই কার্যত বাকরুদ্ধ হয়ে যায় পরিবারের লোকজন। শোরগোল পড়ে যায় এলাকায়। নদী থেকেই উদ্ধার করা হয় অঙ্কিতা, সিদ্ধার্থকে।

Bangaon: একদিনেই নিভে গেল দুই প্রদীপ! চোখের পলকে কোল খালি হয়ে গেল মায়ের
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 22, 2025 | 8:02 PM

বনগাঁ: একসঙ্গে নিভে গেল বাড়ির দুই প্রদীপ। বাড়ির পাশে নদীর জলে ডুবে মৃত্যু হল দিদি-ভাইয়ের। একজনের বয়স ৫, অন্যজনের ৪। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল থানা এলাকার নরহরিপুর পারুইপাড়ায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়। এই এলাকাতেই বাড়ি সুজয় মণ্ডলের। তার ব বছরের মেয়ে অঙ্কিতা, ৪ বছরের ছেলে সিদ্ধার্থ। দু’জনেরই নিথর দেহ উদ্ধার হয়েছে পার্শ্ববর্তী নাওভাঙা নদী থেকে। 

পরিবার সূত্রে খবর, জানা যাচ্ছে সকাল থেকে সব ঠিকই ছিল। সকলের সঙ্গে সকালে খাওয়া-দাওয়াও করেছিল দুই ভাই-বোন। কিন্তু, কিছু সময়েরই মধ্যেই ছেলে-মেয়ের খোঁজ করতে গিয়ে আর তাদের দেখতে পাননি সুজয়। চিন্তা হলেও এতবড় সর্বনাশ যে হয়ে গিয়েছে তা টের পাননি।

এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় শেষে নদীর ঘাটে শুরু হয় খোঁজ। তারপরই কার্যত বাকরুদ্ধ হয়ে যায় পরিবারের লোকজন। শোরগোল পড়ে যায় এলাকায়। নদী থেকেই উদ্ধার করা হয় অঙ্কিতা, সিদ্ধার্থকে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। কিন্তু, ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করে দেন। পরিবারের লোকজন বলছেন, খেলতে খেলতেই হয়তো কোনওভাবে নদীর জলে পড়ে গিয়ে এই কাণ্ড! কিন্তু তা বলে যে এক্কেবারে মৃত্যু ঘনিয়ে আসবে তা ভাবতে পারেননি কেউই।