ব্যারাকপুর: দলের অন্যতম প্রবীণ রাজনীতিক শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তিনি যখন দলের মিছিলে হাঁটছেন আর স্লোগান দিচ্ছেন, বাকি কর্মীরা তখন চুপ। মিছিল এগিয়ে যাচ্ছে অথচ কোনও স্লোগান নেই! এই দৃশ্য দেখেই ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব। মিছিলের মাঝেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। এতটাই ক্ষুব্ধ হন যে রাস্তার মাঝে দাঁড়িয়েই ধাক্কা দেন তৃণমূলের স্থানীয় নেতাকে। কর্মীদের আচরণে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন তিনি।
উত্তর ২৪ পরগনার সোদপুরে ঘোলা বিলকান্দায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। মিছিলের শুরুতেই এদিন মেজাজ হারিয়ে ফেলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তিনি স্লোগান তুলতে থাকেন, ‘১০০ দিনের কাজের টাকা দিতে হবে.. দিতে হবে।’ আশপাশের কর্মীরা তখন গলা মেলানোর বদলে চুপ।
এরপরই মেজাজ হারিয়ে ব্যারাকপুর ২ নম্বর সমিতির সভাপতি প্রবীর রাজবংশীকে প্রকাশ্যে ধাক্কা দিয়ে ধমক দেন মন্ত্রী। কর্মীদের উদ্দেশে বলেন, “সবকটা ডেড বডি… এখানে একটাও জ্যান্ত মানুষ নেই। কোথা থেকে নিয়ে এসেছ এদের?” এ বিষয়ে প্রশ্ন করা হলে শোভনদেব বলেন, “একজন স্লোগান দিলে তো বাকিরাও স্লোগান দেয় কিন্তু ওরা দিচ্ছিল না। পরে সবাই যোগ দিয়েছে। মিছিল অনেক লম্বা হয়েছে।” মিছিলের মন্ত্রী মুখের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে না কেন? এই প্রশ্ন করা হলে শোভনদেব সংবাদমাধ্যমের সামনে অভিষেকের নাম নিয়ে স্লোগান দিতে শুরু করেন।