Sovandeb Chatterjee: ‘মনে হয় ঘুষি মেরে মুখ ভেঙে দিই’, হুঁশিয়ারি একসময়ের বক্সার শোভনদেবের
Sovandeb Chatterjee: খড়দহে এক কর্মিসভায় এমনই মন্তব্য করেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী। তাঁর দাবি মমতাকে আক্রমণ করলে তাঁর গায়ে লাগে।
খড়দহ : রাজ্যের প্রাক্তন মন্ত্রী রয়েছেন জেল হেফাজতে। শাসক দলের এক দাপুটে নেতা সিবিআই হেফাজতে। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পর কার্যত অনেকটাই বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। শাসক দলের বিরুদ্ধে নতুন করে সরব হয়েছেন বিরোধীরা। জবাব দিতে পিছপা হচ্ছে না তৃণমূল শিবিরও। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীকে ‘চোর’ বললে ‘ঘুসি মারি’ বলে মনে হয়, এমনটাই দাবি করেছেন মন্ত্রী। গত কয়েকদিনে বিজেপি, কংগ্রেস বা বাম প্রায় সব বিরোধী দলের নেতারাই সরাসরি না হয় ইঙ্গিতে মমতাকে কাঠগড়ায় তুলেছেন। এ দিন শোভনদেবের মন্তব্যের পরও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘শোভনদেব এসে ঘুষি মারুন দেখি।’
সোমবার খড়দহ বিধানসভার বিলকান্দা ২ নম্বর অঞ্চলের একটি কর্মিসভায় যোগ দিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছেটানোর ক্ষমতা কারও নেই। কেউ যদি চোর চোর বলে, তাহলে আমার গায়ে লাগে। মনে হয় মুখটা ভেঙে দুই একটা ঘুষি মেরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে কোনও লাভ নেই।’
সম্প্রতি শাসক দলের নেতাদের একাধিক মন্তব্য বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক মহলে। কয়েক দিন আগেই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, তৃণমূলের ‘সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে।’ এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয় বিরোধী শিবিরে। অন্যদিকে, দিলীপ ঘোষকে কোমরে বেল্ট পরিয়ে ঘোরাতে হবে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর এবার শোভনদেব চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, একসময় বক্সার ছিলেন শোভনদেব। ভারতের যুব বক্সিং দলের অধিনায়কও ছিলেন তিনি। বর্তমানে ভবানীপুর বক্সিং অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত তিনি। তবে এ ভাবে প্রকাশ্য ঘুষি মারার বার্তা, কতটা সঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে, ‘বক্সার’ বলে তিনি কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রীকে। তিনি কটাক্ষ করে আরও বলেন, ‘ওঁকে তো একবার করে তাড়িয়ে দেওয়া হয়। একবার কাছে আসেন। এখন কাছের হওয়ার চেষ্টা করছেন। আমি তো মমতাকে চোরেদের সর্দারনি বলব। শোভনদেব এসে ঘুষি মারুন দেখি।’