দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জের বেআইনি বাজি বিস্ফোরণ কাণ্ডের পর থেকে আবারও সক্রিয় গোয়েন্দারা। বিস্ফোরক দ্রব্য এবং নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ। তাদের সন্দেহ দত্তপুকুর নীলগঞ্জ থেকেই এই বাজার পাচার হচ্ছে।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় তারা। জানা গিয়েছে, সোদপুর ঘোলা তালবান্দা এলাকায় একটি পার্কিংয়ে বারো চাকার দু’টি পঞ্জাব লরি দাঁড়িয়ে ছিল। সেই সময় পুলিশ আধিকারিকরা অভিযান চালান। মোট ৩৭. ৪২ টন বাজি উদ্ধার করেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া বাজির মূল্য প্রায় দু’কোটি টাকা। ঘোলার পাশাপাশি দত্তপুকুর বেড়াবাড়িতেও তিনটি ট্রাক আটক করেছে এসটিএফ।পুলিশের সন্দেহ দত্তপুকুর থেকেই এই বাজিগুলি পাচার হতে পারে। উদ্ধার হওয়া বিস্ফোরক ও নিষিদ্ধ শব্দবাজি পরীক্ষা করে দেখা হবে। তা নিষ্ক্রিয় করবার জন্য সিআইডির বিডিডিএস টিমকেও দেওয়া হয়েছে খবর।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তনয় চ্যাটার্জী বলেন, “এরা বাইরে থেকে বাজি নিয়ে এসে অন্য কোথাও বিক্রি করতে যাচ্ছিল। এসটিএফ এর কাছ থেকে খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানা বিষয়টিকে দেখে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।”