School: ফোন বাজেয়াপ্ত করতেই হেনস্থা পড়ুয়াদের, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অস্থায়ী কর্মীর

School: ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায় অবস্থিত জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে। সেখানে আজ দশম শ্রেণির টেস্ট পরীক্ষা ছিল। ফলত, মোবাইল নিয়ে পড়ুয়াদের স্কুলে ঢোকা কার্যত বারণ ছিল। অভিযোগ, এরপরও পরীক্ষার হলে অনেকেই মোবাইল নিয়ে আসে।

School: ফোন বাজেয়াপ্ত করতেই হেনস্থা পড়ুয়াদের, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অস্থায়ী কর্মীর
মৃত অস্থায়ী কর্মীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 29, 2023 | 7:10 PM

দত্তপুকুর: বিদ্যালয়ে চলছে বার্ষিক পরীক্ষা। যার জন্য মোবাইল নিয়ে ক্লাস রুমে ঢোকা ছিল বারণ। তবে সেই নির্দেশ উপেক্ষা করেই কয়েকজন ছাত্র ফোন নিয়ে ঢোকে স্কুলে। সেই সকল ফোন আটক করেন প্রধান শিক্ষক। তবে ফোন ফেরত পেতে পরীক্ষা শেষে লাঠি বাস নিয়ে অস্থায়ী কর্মীর উপর আক্রমণ করার অভিযোগ ওঠে। এই সব গন্ডগোলের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ওই অস্থায়ী কর্মীর। মৃতের নাম শিবু শী।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায় অবস্থিত জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে। সেখানে আজ দশম শ্রেণির টেস্ট পরীক্ষা ছিল। ফলত, মোবাইল নিয়ে পড়ুয়াদের স্কুলে ঢোকা কার্যত বারণ ছিল। অভিযোগ, এরপরও পরীক্ষার হলে অনেকেই মোবাইল নিয়ে আসে। সেই মোবাইলগুলি বাজেয়াপ্ত করা হয়। স্কুল কর্তৃপক্ষর দাবি, পরীক্ষার পর সেই মোবাইলগুলি যাঁদের অভিভাবক এসেছিল তাঁদের হাতে দিয়ে দেওয়া হয়।

তবে অভিযোগ, পড়ুয়াদের কেউ কেউ অভিভাবকদের সঙ্গে কথা না বলেই লাঠিসোটা নিয়ে চড়াও হয়। অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুল চত্বরেই পড়ে যায় ওই অস্থায়ী কর্মী। তাঁকে ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্তে দত্তপুকুর থানার পুলিশ। ইতিমধ্যে এলাকায় উত্তেজনা স্কুলের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।