Suvendu Adhikari: ‘মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কেন রাতে বস্তা বস্তা টাকা দিয়েছেন শুভেন্দু?’, সিদ্দিকুল্লার ‘বোমা’

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 03, 2025 | 4:58 PM

Suvendu Adhikari: বাংলায় জঙ্গি সক্রিয়তা নিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্দিকুল্লা বলেন, "বাংলায় কোনও জঙ্গি নেই, সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে। মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে। এই জঙ্গিটা কারা তৈরি করেছে?  ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। "

Suvendu Adhikari:  মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কেন রাতে বস্তা বস্তা টাকা দিয়েছেন শুভেন্দু?, সিদ্দিকুল্লার বোমা
শুভেন্দুকে কটাক্ষ সিদ্দিকুল্লার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বাংলাদেশে অস্থির পরিস্থিতি। তার মধ্যেই বাংলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হচ্ছে একের পর এক। বাংলায় ভীষণভাবে সক্রিয় হয়েছে আনসারুল্লা বাংলা টিম। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তুলে আনলেন শুভেন্দু অধিকারীর নাম। সিদ্দিকুল্লার বিস্ফোরক দাবি, “শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, রাতেরবেলায় বস্তায় ভরে টাকা এনেছেন…” তিনি এও বলেছেন, “আমি বোমা ফাটালে হজম হবে তো?” তাঁর দাবি, বাংলায় জঙ্গি ক্রিয়েট করা হচ্ছে।

বাংলায় জঙ্গি সক্রিয়তা নিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্দিকুল্লা বলেন, “
বাংলায় কোনও জঙ্গি নেই, সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে। মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে। এই জঙ্গিটা কারা তৈরি করেছে?  ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। ”

তখন তাঁকে প্রশ্ন করা হয়, জঙ্গি তাহলে কে তৈরি করছে? সে প্রশ্নের উত্তরে সিদ্দিকুল্লা বলেন, “আমি বোমা ফাটালে তাঁদের হজম হবে না। এরা আরএসএসের জন্ম.. বিজেপির মুখোশ। বাংলায় এদের চলবে না। শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, রাতেরবেলায় বস্তায় ভরে টাকা এনেছেন, রাতে রওনা হচ্ছেন, ভোরে বাড়িতে পৌঁছতে। এই বোমা ফাটালাম, উত্তর দিতে পারবেন?”

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে সিদ্দিকুল্লার মন্তব্যে শোরগোল পড়ে যায়। বিজেপি নেজা সজল ঘোষ বলেন, “বাংলায় জঙ্গি ক্রিয়েট কে করছে? সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে ফেলছেন কারা? আসলে উনি যেটা বলতে চেয়েছেন আর বলেছেন, দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। বাংলায় ওনাদের থেকে বড় কোনও জঙ্গি নেই। জঙ্গি মানেই হাতে বন্দুক নিয়ে আর মুখে কাপড় চাপা দিয়ে বেরিয়ে পড়বে, তেমনটা নয়। আজকের দিনে অ্যাটাকটা হচ্ছে সাইবার অ্যাটাক, তেমনি ওরা ডেমোক্রেটিক্যাল অ্যাটাক করছে।”

সিদ্দিকুল্লার মন্তব্য প্রসঙ্গে মুখ খুলেছেন শুভেন্দুও। পাল্টা তাঁকেই তোপ দেগেছেন তিনি। শুভেন্দু বলেন, “ওর কথার আমি জবাব দেব কী? উনি খারিজি মাদ্রাসা চালায়। জঙ্গি তৈরির কারখানা। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের সাপোর্ট করেছিলেন।” তিনি আরও বলেন, “কয়েকদিন আগেই ইউনূসকে প্রকাশ্যে সমর্থন করেছেন। কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ সম্পূর্ণ হচ্ছে না। ধর্মীয় প্রতিষ্ঠান সরাতে দিচ্ছেন না। ওনার মুখে বড় বড় ভাষণ মানায় না।”

Next Article