Suvendu Adhikari: বালুর বদলে হালু ঢুকে যাবে, মমতা দিল্লি থেকে ফিরতেই: শুভেন্দু

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে কিছু হবে না! অশ্বডিম্ব হবে। দেখবেন আরেকজন বালুর বদলে হালু ঢুকে গিয়েছে।" তিনি আরও বলেন, "চোর ধরো, জেল ভরো চলছে, সেটা চলবেই।"

Suvendu Adhikari: বালুর বদলে হালু ঢুকে যাবে, মমতা দিল্লি থেকে ফিরতেই: শুভেন্দু
মমতাকে খোঁচা শুভেন্দুরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 18, 2023 | 1:48 PM

আগরপাড়া: অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি গেলেন মমতা। মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। কিন্তু মুখ্যমন্ত্রীর দিল্লি-যাত্রায় আসলে ‘অশ্ব ডিম্ব’ হবে বলেই কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার আগরপাড়ায় একটি রক্তদান শিবির কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখানে কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হন। মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে কিছু হবে না! অশ্বডিম্ব হবে। দেখবেন আরেকজন বালুর বদলে হালু ঢুকে গিয়েছে।” তিনি আরও বলেন, “চোর ধরো, জেল ভরো চলছে, সেটা চলবেই।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বকেয়া প্রাপ্য না দেওয়ার অভিযোগ তুলেছেন। অক্টোবরেই সাংসদদের নিয়ে দিল্লি অভিযান করেছেন অভিষেক। এবাক অভিষেককে নিয়ে দিল্লি গেলেন মমতা। এ বার মমতা সাংসদদের নিয়ে দেখা করবেন খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে। কিন্তু মমতার দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু।

আর মমতাকে বিঁধতে গিয়েই একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ফেললেন শুভেন্দু। তিনি বললেন, “বালুর পর এবার হালু ঢুকে গিয়েছে।” সেক্ষেত্রে তিনি কার উদ্দেশে একথা বললেন, তা নিয়েই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।

উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভার একাধিক নেতার বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই জেলে রাজ্যের প্রাক্তন ও বর্তমান মন্ত্রী, একাধিক বিধায়ক। শাসকদলের তরফ থেকে বরাবরই অভিযোগ করা হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আসলে কেন্দ্রের দ্বারা পরিচালিত। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আগেও দেখা গিয়েছে, কোনও শাসক নেতৃত্বের গ্রেফতারি আগেই ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। শাসকের তরফ থেকে তা নিয়ে কটাক্ষও করা হয়। শুভেন্দু কীভাবে আগাম জেনে যান, কে গ্রেফতার হবেন? তা নিয়েও চলে বিস্তর জলঘোলা। তাই শুভেন্দুর ‘হালু’ সংক্রান্ত মন্তব্যকেও খুব একটা হেলায় দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।