
স্বরূপনগর: সোশ্যাল মিডিয়ায় প্রেমে পড়েছিলেন তরুণী। তবে যাঁর প্রেমে পড়েন তিনি আবার এক বাংলাদেশি যুবক। এবার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠেন যুবতী। তাই সব বাধা অতিক্রম করে বাংলাদেশ পৌঁছন তিনি। কিন্তু বেআইনি পথে। তবে শেষ রক্ষা হল না, সীমান্তে বিএসএফ এর হাতে পাকড়াও তিনি।
প্রেমের টানে বাংলাদেশে গিয়েছিলেন ওই যুবক। তবে প্রতারিত হয়েছিলেন সেখানে। আর ফেরার পথে বিএসএফের হাতে আটক হল ওই প্রতারিত প্রেমিকা। শেষে গ্রেফতার করে বসিরহাট মহকুম আদালতে পেশ করল স্বরূপনগর থানার পুলিশ।
বিএসএফ সূত্রে খবর, ওই যুবতী হাওড়ার বাসিন্দা। বেশ কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়া মারফত ওই বাংলাদেশি এক যুবকের প্রেমের পড়েন। সেই কারণে কোনও নথিপত্র ছাড়াই লুকিয়ে বেআইনি ভাবে বাংলাদেশে পৌঁছন। তবে সেখানে প্রেমে প্রতারিত হন তিনি। তারপর একইভাবে দেশে ফিরে আসার চে। পথে তারালী সীমান্তের বিএসএফের জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ এর পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।