Swarupnagar: ‘এসে বলল তোরা তৃণমূলে ভোট দিবি, নয়ত কেটে ফেলব’

অর্ণব ব্রহ্ম | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 16, 2024 | 2:34 PM

Swarupnagar: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর কেন্দ্রের বাংলানি গ্রাম পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথের তেঁতুলদিয়া খালধার এলাকার বাসিন্দা বাসন্তী বিশ্বাস। তাঁর অভিযোগ, রাত্রিবেলা এলাকার তৃণমূল নেতা ও তার দলবল বাড়িতে আসেন। হামলা চালায়।

Swarupnagar: এসে বলল তোরা তৃণমূলে ভোট দিবি, নয়ত কেটে ফেলব
মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

স্বরূপনগর: মহিলাকে মারধর, বাদ গেলেন না তাঁর ছেলেও। টেনে-হিঁচড়ে বের করা হল বাড়ি থেকে। এমনই গুরুতর অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মহিলার দাবি, তাঁরা বিজেপি করেন। সেই কারণে তৃণমূলের মিছিলে না যাওয়ায় তাদের উপর হামলা করা হয়েছে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর কেন্দ্রের বাংলানি গ্রাম পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথের তেঁতুলদিয়া খালধার এলাকার বাসিন্দা বাসন্তী বিশ্বাস। তাঁর অভিযোগ, রাত্রিবেলা এলাকার তৃণমূল নেতা ও তার দলবল বাড়িতে আসেন। হামলা চালায়। মহিলার ছেলেকে ঘর থেকে টানতে-টানতে বের করা হয় ঘর থেকে। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় ঘরবাড়ি।

এ প্রসঙ্গে, বাসন্তী বিশ্বাস বলেন, “আমরা তৃণমূলের মিটিংয়ে যাইনি বলে মেরেছে। আমার ছেলেটাকে টানতে-টানতে ঘর থেকে বের করে এনেছে। আমার চুলে মুঠি ধরেছে। বলেছে তোরা তৃণমূলেই ভোট দিবি। না দিলে কেটে দেব।” পাল্টা সমস্ত ঘটনা অস্বীকার করেছেন স্বরুপনগরের তৃণমূল নেতা সঞ্জীব পাল। বলেন, “ওরা মিথ্যা কথা বলেছে। মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায়। তাই কাউকে জোর করে ডেকে আনার প্রয়োজন নেই। মহিলারা এমনই আসবে।”

 

Next Article
Nawsad siddique on Police: ‘দিস ইস নট ডান! সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না’ পাল্টা SDPO-কে আঙুল উঁচিয়ে নওশাদ বললেন, ‘দালালকে দালালই বলব…’
Shantanu Thakur: প্রণামীর টাকায় আয়, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি শান্তনু ঠাকুরের, ক’টা গাড়ি আছে জানেন