Mimi Chakraborty: ‘মিমি চক্রবর্তীকে বলছি, এটার আমি শেষ দেখে ছাড়ব’, আদালতে যাওয়ার ফের হুঁশিয়ারি দিয়ে গেলেন তনয় শাস্ত্রী

mimi chakraborty: Tv9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মিমি আগেই জানিয়েছিলে, "যে দোষ করে সে শাস্তি পাবে। আর এতদিন ধরে আমার যে হেনস্থা হচ্ছিল, আমার নামে বার বার মিথ্যা অপবাদ দেওয়া, প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা মিডিয়ায়।

Mimi Chakraborty: মিমি চক্রবর্তীকে বলছি, এটার আমি শেষ দেখে ছাড়ব, আদালতে যাওয়ার ফের হুঁশিয়ারি দিয়ে গেলেন তনয় শাস্ত্রী
শ্রী তনয় শাস্ত্রী ও মিমি চক্রবর্তীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 30, 2026 | 3:32 PM

কলকাতা: গ্রেফতার বনগাঁর শ্রী তনয় শাস্ত্রী। অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল এই তনয়ের বিরুদ্ধে। অভিযোগ, তনয় শাস্ত্রীই মিমিকে মঞ্চ থেকে নামতে বলেছিলেন। এমনকী, পরে বিষয়টি নিয়ে মিমি সরব হলে, মিমিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরই মিমির দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্ত।

আজ অভিযুক্তকে আদালতে তোলা হচ্ছিল। সেই সময় ফের মিমিকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। বলেন, “সনাতন ধর্মকে নিয়ে ছেলে-খেলা করছে। সবে শুরু। মিমি চক্রবর্তীকে বলছি এটার আমি শেষ দেখে ছাড়ব। আর এরপর যদি ও ফাঁসায় তাহলে ওঁর ক্ষমতা ব্যবহার করছে।”

Tv9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মিমি আগেই জানিয়েছিলে, “যে দোষ করে সে শাস্তি পাবে। আর এতদিন ধরে আমার যে হেনস্থা হচ্ছিল, আমার নামে বার বার মিথ্যা অপবাদ দেওয়া, প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা মিডিয়ায়। সেটা জ্বলজ্বল করে প্রত্যেকটা জায়গায় ধরে তুলছে। চুপ থাকার তো একটা সীমা থাকে তাই না! আর একটা মেয়ে হেনস্থা হচ্ছে, সেটাকে গুরুত্ব না দিয়ে, সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা মিথ্যা অপবাদ দিয়ে যে আমি লেট করেছি।”

এখানে উল্লেখ্য, রবিবার বনগাঁর নয়াগ্রামে একটি অনুষ্ঠান ছিল মিমি চক্রবর্তীর। উদ্যোক্তা নয়াগোপাল গুঞ্জ যুবক সঙ্ঘ ক্লাব। রাত পৌনে বারোটায় স্টেজে উঠেছিলেন তিনি। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে পড়েন। মিমির গানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মিমিকে তিনি স্টেজ থেকে নেমে যেতে বলেন। তাতে অপমানিত বোধ করেন মিমি। অভিযুক্ত তনয় শাস্ত্রী ক্লাবেরই কর্মকর্তা বলে জানা গিয়েছে। বনগাঁ থানায় এফআইআর দায়ের করেন মিমি।