
ইটাহার: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ নতুন নয়। বাংলার নিয়োগ দুর্নীতি গত কয়েক বছরে তুমুল শোরগোল ফেলেছে জাতীয় রাজনীতির আঙিনাতেও। জেল পর্যন্ত হয়েছে মন্ত্রী থেকে একাধিক ‘এজেন্টের’। কিন্তু, এবার সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার অধ্যাপক। ২৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক অধ্যাপককে। মঙ্গলবারই ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। সেখানে সমস্ত সওয়াল-জবাব শেষে বিচারক জোসেফ সোরেন নামে অভিযুক্ত অধ্যাপকের দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সূত্রের খবর, জোসেফের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের দানগ্রাম এলাকায়। কর্মরত হুগলির খানাকুলের রাজা রামমোহন রায় কলেজে। সেখানে ভূগোলের অধ্যাপক হিসাবে কাজ করেন। কিন্তু, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কলেজে চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে পড়ুয়াদের মধ্যেও।
করোনাকালে সরকারি চাকরির নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর নামে। কিন্তু, দীর্ঘ সময় কেটে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাওয়া হলেও তা দেওয়া হয়নি বলে দাবি প্রতারিতদের। শেষ পর্যন্ত ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানাচ্ছেন, নিজেকে বিভিন্ন নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন ওই অধ্যাপক। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ২৬ লক্ষ টাকা তোলা হয়। সব পক্ষের সওয়াল-জবাবই এদিন বিচারক শোনেন। তারপরই দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।