সীমান্তে গলার নলি কাটা মুখ ঝলসানো তরুণীর দেহ, ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার দালাল

Basirhat: বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে একটি কাকরোল খেতে বছর ২২ এর এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গলার নলি কাটা ছিল।

সীমান্তে গলার নলি কাটা মুখ ঝলসানো তরুণীর দেহ, ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার দালাল
দেহের পাশ থেকে উদ্ধার হয় এই ব্যাগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 29, 2023 | 2:55 PM

বসিরহাট: কাকরোল ক্ষেতের মধ্যে হাত পা বাঁধা, গলার নলি কাটা অবস্থায় পড়েছিল দেহ। যুবতীর মুখের এক পাশ পোড়া ছিল। বসিরহাটের এক সীমান্ত এলাকায় এক যুবতীর বীভৎস দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রথম থেকেই এই ঘটনায় দালালচক্রে তত্ত্ব উঠে আসছিল। ৭২ ঘণ্টার মধ্যেই সেই খুনের কিনারা করল পুলিশ। তদন্তে জানা গিয়েছে, মৃত যুবতী আদতে বাংলাদেশি। তাঁর বাড়ি বাংলাদেশের ঢাকার কাছে শ‍্যামপুরে। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে একটি কাকরোল খেতে বছর ২২ এর এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গলার নলি কাটা ছিল। মুখের এক পাশ আগুন দিয়ে পোড়ানো ছিল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাজ‍্য জুড়ে।

ঘটনার ঠিক ৭২ ঘণ্টার মধ্যে নিছার আলি মোল্লা নামে এক দালালকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি স্বরূপনগরের বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীবাড়ি গ্রামে। তাকে শুক্রবার ভোররাতে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডঃ জবি থমাস কে., বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী টিম তৈরি করা হয়। ওই যুবতীর কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন, পোশাক, বাংলাদেশি ঠিকানা ও রক্তের নমুনা সহ মাটি সংগ্রহ করে বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল। বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে. জানিয়েছেন, মুম্বইতে দীর্ঘদিন ধরে বিউটি পার্লারে কাজ করতেন ওই যুবতী। সেখান থেকে মোটা অর্থ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। মৃত যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মনে করা হচ্ছে টাকা হাতাতেই পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁকে। এই খুনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।