VIDEO: চোর কেমন করে চুরি করে? পা টিপে টিপে এসে নিয়ে গেল ৩০ হাজার টাকা

Theft at Basirhat: স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামটিতে বেশ কয়েকদিন ধরেই চুরির ঘটনা ঘটেছে। তবে কেউ ঠাউর করতে পারছিলেন না এর পিছনে ঠিক কার হাত রয়েছে। মঙ্গলবার, সিসিটিভিতে চোরের মুখ দেখে অস্থিরতা তৈরি হয় ওই এলাকায়। মনে করা হচ্ছে ঘটনার পিছনে এই চোরই রয়েছে। তবে নিশ্চিত হতে পারছে না কেউ।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 27, 2023 | 12:46 PM

বসিরহাট: অতি সন্তর্পণে পা টিপে-টিপে ঘরে ঢুকছে চোর। এ দিক-ও দিকে উঁকিঝুঁকি মেরেই দৌড়ে চলে গেল উপরে। তারপর? সঙ্গে করে নিয়ে গেল নগদ প্রায় ৩০ হাজার টাকা ও দামি মোবাইল ফোন। তবে চোরের কীর্তি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মামুদপুরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামটিতে বেশ কয়েকদিন ধরেই চুরির ঘটনা ঘটেছে। তবে কেউ ঠাউর করতে পারছিলেন না এর পিছনে ঠিক কার হাত রয়েছে। মঙ্গলবার, সিসিটিভিতে চোরের মুখ দেখে অস্থিরতা তৈরি হয় ওই এলাকায়। মনে করা হচ্ছে ঘটনার পিছনে এই চোরই রয়েছে। তবে নিশ্চিত হতে পারছে না কেউ।

জানা গিয়েছে, যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির মালিক তারাপদ মণ্ডল ও পরিবারের লোকজন নিত্যদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন সদর দরজা খোলা। এরপর সিসিটিভি চালাতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। দেখা যাচ্ছে মূল গেট ভেঙে চোর বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নিয়ে যাচ্ছে ৩০ হাজার টাকা। বাড়ির সদস্য লাল্টু মণ্ডল বলেন, “খেয়ে দেয়ে শুয়েছি ১০টার পরে। সকালে উঠে দেখি তিরিশ হাজার টাকা আর মোবাইল গায়েব। মাথার সামনেই রাখা ছিল।”

চুরির খবর পেয় ঘটনাস্থলে পৌঁছেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের ছবি চিহ্নিত করে তাদের ধরার চেষ্টা করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

বসিরহাট: অতি সন্তর্পণে পা টিপে-টিপে ঘরে ঢুকছে চোর। এ দিক-ও দিকে উঁকিঝুঁকি মেরেই দৌড়ে চলে গেল উপরে। তারপর? সঙ্গে করে নিয়ে গেল নগদ প্রায় ৩০ হাজার টাকা ও দামি মোবাইল ফোন। তবে চোরের কীর্তি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মামুদপুরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামটিতে বেশ কয়েকদিন ধরেই চুরির ঘটনা ঘটেছে। তবে কেউ ঠাউর করতে পারছিলেন না এর পিছনে ঠিক কার হাত রয়েছে। মঙ্গলবার, সিসিটিভিতে চোরের মুখ দেখে অস্থিরতা তৈরি হয় ওই এলাকায়। মনে করা হচ্ছে ঘটনার পিছনে এই চোরই রয়েছে। তবে নিশ্চিত হতে পারছে না কেউ।

জানা গিয়েছে, যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির মালিক তারাপদ মণ্ডল ও পরিবারের লোকজন নিত্যদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন সদর দরজা খোলা। এরপর সিসিটিভি চালাতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। দেখা যাচ্ছে মূল গেট ভেঙে চোর বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নিয়ে যাচ্ছে ৩০ হাজার টাকা। বাড়ির সদস্য লাল্টু মণ্ডল বলেন, “খেয়ে দেয়ে শুয়েছি ১০টার পরে। সকালে উঠে দেখি তিরিশ হাজার টাকা আর মোবাইল গায়েব। মাথার সামনেই রাখা ছিল।”

চুরির খবর পেয় ঘটনাস্থলে পৌঁছেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের ছবি চিহ্নিত করে তাদের ধরার চেষ্টা করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।