Habra: মোবাইলে ভিডিয়ো খুলতেই ঘরের কীর্তি কর্তার চোখের সামনে, দমদম থেকে ছুটলেন হাবড়া
Habra: বাড়ির কর্তা জয়ন্তশঙ্কর চক্রবর্তী। পরিবার নিয়ে দমদমে ফ্ল্যাটে থাকেন তিনি। হাবরার বাড়ি ফাঁকাই পড়ে থাকে। নিরাপত্তার কারণে বাড়িতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রোজ সকালে ক্যামেরাতেই দেখেন হাবরার বাড়ির হালহকিকত।
উত্তর ২৪ পরগনা: হাবড়ায় বাড়ি থাকলেও পরিবার থাকে দমদমে। ফাঁকা বাড়িতে নজরদারি চলে সিসিটিভির। বাড়ির সদস্যরা প্রতিদিন সকালে ক্যামেরার ফুটেজ দেখে নেয়। রাতবেরাতে কোনও কিছু হল কি না। শুক্রবার সকালে সেই ফুটেজ দেখতে গিয়েই চোখ কপালে ওঠে বাড়ির কর্তার। হাবরার প্রফুল্লনগর এলাকার বন্ধ বাড়িতে ঘটে যায় দুঃসাহসিক চুরি।
বাড়ির কর্তা জয়ন্তশঙ্কর চক্রবর্তী। পরিবার নিয়ে দমদমে ফ্ল্যাটে থাকেন তিনি। হাবরার বাড়ি ফাঁকাই পড়ে থাকে। নিরাপত্তার কারণে বাড়িতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রোজ সকালে ক্যামেরাতেই দেখেন হাবরার বাড়ির হালহকিকত।
শুক্রবার সকালেই মোবাইলে থাকা সিসিটিভির ফুটেজ দেখতে গিয়ে চোখ কপালে ওঠে। এরপরই তড়িঘড়ি দমদম থেকে হাবরার বাড়ির পথে রওনা দেন তাঁরা। এর মাঝে প্রতিবেশীদের সঙ্গে কথাও বলেন চক্রবর্তী পরিবারের সদস্যরা। জানতে পারেন, জানলার গ্রিল কাটা। হাবরা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
বাড়ির লোকজন বাড়িতে ঢুকে দেখেন, ঘর লন্ডভন্ড। খোয়া গিয়েছে ঘরে থাকা সোনা, রুপোর গয়না-সহ দামি জিনিসপত্র। বাদ যায়নি দোতলার ঘরে থাকা ঠাকুরের সোনার চোখ থেকে শুরু করে মুকুট। প্রায় ৫ লক্ষ টাকার জিনিস নিয়ে পালিয়েছে চোরের দল। হাবড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।