Deganga: স্কুলেই প্রধান শিক্ষককে দেখে নেওয়ার ‘হুমকি’, শিক্ষকের কীর্তি ভাইরাল

Deganga School: যে অডিয়ো ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে, "আমাদের সঙ্গে টক্করে যাবেন না, আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি। টক্করে গেলে আপনার ক্ষতি হবে। আমার নিয়োগ ডিস্ট্রিক্ট কমিটি থেকে তপসিয়া ভবন থেকে হয়েছে।

Deganga: স্কুলেই প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি, শিক্ষকের কীর্তি ভাইরাল
প্রধান শিক্ষকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2025 | 6:05 PM

উত্তর ২৪ পরগনা: স্কুলের অফিস রুমে বসেই প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ শাসকনেতার বিরুদ্ধে। মাদ্রাসার প্রধান শিক্ষক  ফিরোজার রহমানকে দেখে নেওয়ার হুমকি। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল। ঘটনায় দেগঙ্গার একটি মাদ্রাসায়। খাতায় অনুপস্থিতির জায়গায় হোয়াইটনার দিয়ে মুছে ফেলার অভিযোগ শাসক নেতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। শিক্ষক নেতার দাবি, প্রধান শিক্ষক একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত, তার প্রতিবাদ করতেই তিনি মিথ্যা অপপ্রচার করছেন। তাঁর বিরুদ্ধে প্রধান শিক্ষক জানিয়েছেন,  যা বলার তিনি তাঁর দফতরকে বলবেন।

যে অডিয়ো ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে, “আমাদের সঙ্গে টক্করে যাবেন না, আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি। টক্করে গেলে আপনার ক্ষতি হবে। আমার নিয়োগ ডিস্ট্রিক্ট কমিটি থেকে তপসিয়া ভবন থেকে হয়েছে। আমি শাসক দলের সভাপতি। সেই তুলনায় আমি আপনাকে ডিস্টার্ব করি না।” তাঁকে হুঁশিয়ারি দিতে শোনা যায়, “আমি ডিস্টার্ব করলে ম্যানুয়ালি আপনি ছুটি দিতে বাধ্য।”

প্রধান শিক্ষককে হুমকি দিয়ে বলেছেন, তিনি কেন তাঁর ক্ষমতা দেখাচ্ছেন? প্রধান শিক্ষকের দাবি, তিনি উপস্থিতির হার নথিভুক্ত করার রেজিস্ট্রারে ‘অনুপস্থিত’ দেখানোতেই এই গন্ডগোল।

যদিও  পাল্টা শাসক নেতার দাবি, “প্রধান শিক্ষক একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই তার প্রতিবাদ করায় ফাঁসানো হয়েছে।” প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে পাল্টা চক্রান্ত করছেন বলে অভিযোগ তোলেন।