
ব্যারাকপুর: মধ্যমগ্রামে প্রসিদ্ধ একটি বিরিয়ানির দোকানের মালিককে গ্রেফতার করল পুলিশ। এয়ারপোর্ট থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। তাঁর নাম অনির্বাণ দাস। শুধু অনির্বাণ একা নন, তাঁর স্ত্রী ও গাড়ির চালককেও গ্রেফতার করেছে পুলিশ।
কেন গ্রেফতারি?
কয়েক মাস আগে ব্যারাকপুরে অবস্থিত ওই প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ীর পারিবারিক ঝামেলা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিল। তারপর তিনি মধ্যমগ্রামের অনির্বাণ বিরিয়ানি নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু করেন। আর সেই বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের স্ত্রী সুমনা দাস তাঁর ড্রাইভারের সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়ে চালক সমীর সেন। তারপর এয়ারপোর্ট থানা ব্যারাকপুরে মোহনপুর থানার কাছে তুলে দেয়।
পরিবারের অভিযোগ, সুমনা ও তাঁর ড্রাইভার প্রেমিক প্রথমে দিঘা পরে পুরী হয়ে মুম্বই পালাতে গিয়েছিলেন। তবে এয়ারপোর্টে ধরা পড়ে যান তাঁরা। ধৃত চালক সমীর সেনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে তোলা হবে আদালতে। এদিকে অনির্বাণ দাসের স্ত্রী মোহনপুর থানার সামনে গেলে তাঁর স্বামী অনির্বাণ তাঁকে গালে চড় মারে থানার সামনেই। তখনই সুমনা থানায় অভিযোগ করেন, তাঁর স্বামী অনির্বাণ তাঁকে মারধর করেছেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অনির্বাণকে গ্রেফতার করে। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে।