Baduria: মাথায় রড দিয়ে মার, আক্রান্ত তিতুমীরের বংশধর

Baduria: এক ব্যক্তি বলেন, "বাইকে করে আসছিল। আচমকা একটা পাগল রড দিয়ে দাদুকে মারল। কেন মারল জানি না। তবে ও পাগল সেটা আমরা সকলে জানি। সেই পাগলটাই এইটা করল।"

Baduria: মাথায় রড দিয়ে মার, আক্রান্ত তিতুমীরের বংশধর
তিতুমীরের বংশধর আক্রান্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 21, 2025 | 7:28 PM

বাদুড়িয়া: লোহার রড দিয়ে মার। শুধু তাই নয়, বেধড়ক মারধরের অভিযোগ বিপ্লবী তিতুমীরের বংশধররে। আর এই অভিযোগ উঠল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়া এলাকার ঘটনা।

জানা গিয়েছে, সোমবার সকালে বাইকে করে সৈয়দ মীর মদত আলী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে ভারসাম্যহীন এক ব্যক্তি এই সৈয়দ মীরকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকার মানুষ তড়িঘড়ি ওই ভারসাম্যহীন ব্যক্তিকে ধরে ফেলেন। আহত মীর আলীকে প্রথমে রুদ্রপুর হাসপাতালে এবং পরে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়।  পরবর্তীতে ভারসাম্যহীন ব্যক্তিকে বাদুড়িয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এক ব্যক্তি বলেন, “বাইকে করে আসছিল। আচমকা একটা পাগল রড দিয়ে দাদুকে মারল। কেন মারল জানি না। তবে ও পাগল সেটা আমরা সকলে জানি। সেই পাগলটাই এইটা করল।”