বরানগর: বিএলও-দের ট্রেনিং দেওয়া হয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার থেকে এসআইআর-এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বিএলও-রা। তার ঠিক আগেই বাড়ি বাড়ি পৌঁছে গেলেন তৃণমূল কাউন্সিলর। বরানগরের তৃণমূল নেতা অঞ্জন পাল এদিন সাধারণ মানুষকে যে বার্তা দিলেন, তা হুমকি বলেই মনে করছে বিজেপি।
এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে গিয়ে এদিন রীতিমতো আঙুল উঁচু করে কথা বলতে দেখা গেল অঞ্জন পালকে। বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সে কথা বলতে গিয়ে বিজেপি নেতাদের কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি।
বরানগর: বিএলও-দের ট্রেনিং দেওয়া হয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার থেকে এসআইআর-এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বিএলও-রা। তার ঠিক আগেই বাড়ি বাড়ি পৌঁছে গেলেন তৃণমূল কাউন্সিলর। বরানগরের তৃণমূল নেতা অঞ্জন পাল এদিন সাধারণ মানুষকে যে বার্তা দিলেন, তা হুমকি বলেই মনে করছে বিজেপি।
এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে গিয়ে এদিন রীতিমতো আঙুল উঁচু করে কথা বলতে দেখা গেল অঞ্জন পালকে। বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সে কথা বলতে গিয়ে বিজেপি নেতাদের কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি।