TMC: বিদেশ থেকে খুনের হুমকির অভিযোগ, থানায় পানিহাটির তৃণমূল কাউন্সিলর

Ananta Chattopadhyay | Edited By: সঞ্জয় পাইকার

Mar 24, 2025 | 12:15 AM

TMC: ২০২২ সাল থেকে পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। কাউন্সিলর হওয়ার পাশাপাশি পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তী। আবার তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও।

TMC: বিদেশ থেকে খুনের হুমকির অভিযোগ, থানায় পানিহাটির তৃণমূল কাউন্সিলর
পানিহাটি পুরসভার কাউন্সিলর সম্রাট চক্রবর্তী
Image Credit source: TV9 Bangla

Follow Us

পানিহাটি: বিদেশ থেকে ফোন করে খুনের হুমকি। থানায় অভিযোগ দায়ের করলেন পানিহাটি পুরসভার কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। তাঁর অভিযোগ, ফোনে শুধু তাঁকে ও তাঁর পরিবারকেই খুনের হুমকি দেওয়া হয়নি। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

২০২২ সাল থেকে পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। কাউন্সিলর হওয়ার পাশাপাশি পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি। আবার তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও।

ফোন করে খুনের হুমকি নিয়ে সম্রাট চক্রবর্তী বলেন, “শনিবার রাত ৭টা ৫৫ মিনিট নাগাদ একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনটা ধরার পর আমাকে হুমকি দেওয়া হয়। শুধু আমাকে নয়, স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষকেও হুমকি দেওয়া হয়। তীর্থঙ্কর পানিহাটি পৌরসভার পারিষদ সদস্য। আগামিদিনে আমাকে প্রত্যক্ষ রাজনীতিতে থাকতে নিষেধ করা হয়। আমাকে একটি ফেসবুক পেজ দেখতে বলা হয়। সেই ফেসবুক পেজে গিয়ে দেখি, শুধু আমাকে নয়, আমার পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে। আমাদের দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীকে নিয়েও অশ্রাব্য ভাষা লেখা হয়েছে।”

এই খবরটিও পড়ুন

তিনি আরও বলেন, “এই হুমকি দেওয়া হয়েছে, তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে। আমি জানি না, কে বা কারা করেছে।” সোশ্যাল মিডিয়ায় সেই পেজে সম্রাট চক্রবর্তীকে উল্লেখ করে লেখা হয়েছে, “শুনেছি আপনি নাকি ভাল মানুষ। কেউ কোনও বিপদে পড়লে আপনি নাকি সাহায্য করেন। তাহলে তিলোত্তমার বাবা-মা কি মানুষের মধ্যে পড়েনি, যে আপনি সব গুটিয়ে চুপ করে বসে দেখলেন চোখের উপর অন্যায়?”

তৃণমূল কাউন্সিলর আরও বলেন, যিনি লিখেছেন, তিনি নিজের সম্পর্কে লিখেছেন, ১৫-২০টা খুন করেছেন। বিদেশি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়েছিল জানিয়ে সম্রাট চক্রবর্তী বলেন, “আমার কাছে যে নম্বর থেকে ফোন এসেছিল, তা এগারো নম্বরের। এই নম্বরটি ভারতের নয়।”