Belgharia: বেলঘরিয়ায় গুলি, ‘আমি শুধু মুখ্যমন্ত্রীকেই বলব কারা মদত দিচ্ছে’,TMC কাউন্সিলর মুখ খুলতেই সৌগত বলে উঠলেন…

Belgharia: কী বলেছেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই? তাঁর দাবি, "এই ঘটনায় কারও না কারও হাত আছে। না হলে এত সাহস এই ওয়ার্ডে নেই যে কেউ চা খাচ্ছে আর তারপর গুলি মেরে চলে যাবে। কাদের গোষ্ঠী এই কাজ করছে সেটা বলতে পারব না। কারণ আমারও ভয় আছে আর যেন কারও ক্ষতি না হয়।"

Belgharia: বেলঘরিয়ায় গুলি, আমি শুধু মুখ্যমন্ত্রীকেই বলব কারা মদত দিচ্ছে,TMC কাউন্সিলর মুখ খুলতেই সৌগত বলে উঠলেন...
নির্মলা রাই, সৌগত রায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 09, 2025 | 3:54 PM

বেলঘরিয়া: বাইকে করে এসে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি। এই ঘটনার পরই প্রাণহানির আশঙ্কা তৃণমূলেরই কাউন্সিলরের। যদিও, সাংসদ সৌগত রায়ের বক্তব্য, সবটাই হাস্যকর। কাউন্সিলরকে কেন কেউ প্রাণে মারবে? দমদমের সাংসদের দাবি, ব্যক্তিগত শত্রুতা থেকে এই গুলি। এই ঘটনায় পুলিশের কোনও গাফিলতি নেই।

কী বলেছেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই? তাঁর দাবি, “এই ঘটনায় কারও না কারও হাত আছে। না হলে এত সাহস এই ওয়ার্ডে নেই যে কেউ চা খাচ্ছে আর তারপর গুলি মেরে চলে যাবে। কাদের গোষ্ঠী এই কাজ করছে সেটা বলতে পারব না। কারণ আমারও ভয় আছে আর যেন কারও ক্ষতি না হয়।” যদিও, এই সব লোকজন তৃণমূলের নয় বলে দাবি করেন নির্মলা। তিনি বলেন, “সমাজ বিরোধীরা কোনও দলের হয় না। এখানে কিছু খড়দহর লোক আছে। কিছু কামারহাটির আছে। কিন্তু এর পিছনে কারা মদত দিচ্ছে সেটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব। আমি যদি মুখ খুলি তাহলে আমার উপর এবং আমার উপর হামলা হবে।” তিনি এও বলেন, “আমার সঙ্গে যাঁরা থাকেন তাঁদের আমি সাইড করে দিয়েছি। বলেছি, ভাই আমার সঙ্গে থাকলে তোমার উপরও হামলা হবে। কাউন্সিলর তো মার্ডার হয়ে যায়। আমিও খুন হয়ে যেতে পারি।”

যদিও কাউন্সিলর কেন ভয় পাচ্ছেন তা বুঝতেই পারছেন না তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “ওকে কেউ মারবে না। ওই সব আশঙ্কা হাস্যকর। পুলিশের কোনও গাফিলতি আছি। একটা গুণ্ডা এসে মোটর বাইকে গুলি চালিয়ে গেল। আমায় আর লজ্জা দিও না। এখন নির্মলা রাই কী বলছেন তার প্রতিক্রিয়া দিতে হবে বলে।”