Duttapukur Murder: মেয়ের বাড়িতে মৃত্যু, মাস্ক পরে ঘরে ঢুকে তৃণমূল নেত্রীর মা-কে খুন দুষ্কৃতীদের

Duttapukur Murder: সূত্রের খবর, মৃতের নাম বেবিরানি সর্দার। তিনি নাতনীর সঙ্গে বাড়িতে ঘুমোচ্ছিলেন। ঠিক সেই সময় কেউ বা কারা শ্বাসরোধ করে খুন করে তাঁকে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা পাঁচিল টপকে বাড়ির ভিতর প্রথমে ঢোকে। তারপর চিলেকোঠা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে।

Duttapukur Murder: মেয়ের বাড়িতে মৃত্যু, মাস্ক পরে ঘরে ঢুকে তৃণমূল নেত্রীর মা-কে খুন দুষ্কৃতীদের
দত্তপুকুরে মৃত্যুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2023 | 5:17 PM

দত্তপুকুর: দত্তপুকুরে মেয়ের বাড়িতে খুন বৃদ্ধা। মৃত্যু হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যার মা। মৃতের মেয়ে দেবযানী দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। রবিবার সকালে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়।

সূত্রের খবর, মৃতের নাম বেবিরানি সর্দার। নিত্যদিনের মতো খেয়ে দেয়ে তিনি শনিবার রাতে নাতনীর সঙ্গে বাড়িতে ঘুমোচ্ছিলেন। ঠিক সেই সময় কেউ বা কারা শ্বাসরোধ করে খুন করে তাঁকে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা পাঁচিল টপকে বাড়ির ভিতর প্রথমে ঢোকে। তারপর চিলেকোঠা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। মুখে মাস্ক পরেছিল তারা। এরপর বৃদ্ধার মুখে আঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে আঘাত করা হয় বৃদ্ধার মাথায়ও।

যে সময় ঘটনাটি ঘটেছে ওই বৃদ্ধার পাশে শুয়েছিলেন তাঁর বছর দশের নাতনি। দুষ্কৃতীরা যখন তাঁর দিদিমাকে আঘাত করছিল সে তখন ঘাপটি মেরে শুয়েছিল। পরে চলে যেতেই চিকিৎকার করে পরিবারের সকলকে ডাকে নাবালিকা। জানা গিয়েছে, বেবিরানি দেবী অসুস্থ হওয়ার কারণে গত সাত-আট মাস ধরে তিনি মেয়ের বাড়িতে থাকছিলেন চিকিৎসার জন্য।