
আমডাঙা: আমডাঙার আইসির বিরুদ্ধে সরব শাসকদলের বিধায়ক। ফের একবার আমডাঙা থানার আইসি বদল চেয়ে বিস্ফোরক বক্তব্য করলেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। আমডাঙা থানার আইসি-কে জঘন্য থেকে জঘন্য়তম বলে আক্রমণ করলেন শাসকদলের এই বিধায়ক।
আমডাঙায় কয়েকদিন আগে পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ওইদিন পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তাতে ক্ষুব্ধ বিধায়ক। সেই প্রসঙ্গে এদিন আমডাঙার বিধায়ক বলেন, “পুলিশের ভূমিকায় আমি সন্তুষ্ট নই। আমডাঙা থানার আইসি একজন বাজে লোক। আইসি-র উপর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট নয়। আমডাঙার আপামর মানুষ এই আইসি-র উপর সন্তুষ্ট নয়। এই আইসি-র বদল চাইছি আমরা। এই আইসি-র অপসংস্কৃতির জন্য আমডাঙার সংস্কৃতির ক্ষতি হচ্ছে। জঘন্যতম কাজ করছেন তিনি। আমডাঙার সংস্কৃতিতে দাগ লাগানোর জন্য উনি প্রস্তুত।”
শাসকদলের এই বিধায়ক বলেন, “প্রথমদিন ঝামেলার কথা আমি জানতে পারিনি। পরেরদিন ঝামেলার পর থানায় যাই। আন্দোলনকারীদের মধ্যে আমাদের দু-একজন লোক ছিল। অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও-র সঙ্গে তাঁদের কথা বার্তা বলাই। আন্দোলন উঠে যায়। তখন পুলিশ আমাদের জানায়, কোনও মামলা হবে না। এখন দেখি মামলা হয়েছে। এখন আইসি লোকজনকে ভয় দেখাচ্ছেন।”
আইসি-র বদলের জন্য তিনি প্রশাসনকে জানিয়েছেন। এরপর প্রশাসন তাদের কাজ করবে বলে তিনি জানান। তবে তাঁর বক্তব্য, “সব পুলিশ খারাপ নয়। বাংলার পুলিশ সক্রিয়। উত্তর ২৪ পরগনার পুলিশ ভাল কাজ করছে। কিন্তু, এই আইসি জঘন্যতম কাজ করছেন। পুলিশ-প্রশাসন সব জানে।”