Sandeshkhali: আচমকা বিজেপি নেত্রীর বাড়িতে হাজির তৃণমূল বিধায়ক

SIR: সন্দেশখালির পাত্রপাড়া এলাকায় বাড়ি লোকসভার বিজেপি প্রার্থী তথা আন্দোলনকারীদের অন্যতম মুখে রেখা পাত্রের। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ একাধিক নেতা বুধবার সকালে পৌঁছে যান সেখানে। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন রেখা।

Sandeshkhali: আচমকা বিজেপি নেত্রীর বাড়িতে হাজির তৃণমূল বিধায়ক
নেত্রীর বাড়িতে বিধায়কImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 26, 2025 | 4:49 PM

সন্দেশখালি: সন্দেশখালিতে নতুন রাজনৈতিক চর্চা। বিজেপি নেত্রীর বাড়িতে কেন হঠাৎ হাজির হলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। পাল্টা চক্রান্ত ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিজেপি নেত্রী রেখা পাত্র। সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের বাড়িতে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে হাজির ছিলেন এলাকার অন্যান্য তৃণমূল নেতারা।

সন্দেশখালি পাত্রপাড়া এলাকায় বাড়ি লোকসভার বিজেপি প্রার্থী তথা আন্দোলনকারীদের অন্যতম মুখে রেখা পাত্রের। সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ একাধিক নেতা বুধবার সকালে পৌঁছে যান সেখানে।

এসআইআর (SIR) প্রক্রিয়া তথা এনরেশন ফর্ম সঠিকভাবে ফিল- প করা হচ্ছে কি না, তা দেখতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিধায়ক। সেই তদারকি করতেই এদিন রেখা পাত্রের বাড়িতে যান তৃণমূল নেতারা।

রেখা পাত্রের বাড়িতে গেলেও, সেই সময় বাড়িতে ছিলেন না নেত্রী। ছিলেন তার শ্বশুর, শাশুড়ি। তাঁদের সঙ্গেই কথা বলেন তৃণমূল বিধায়ক। সঠিকভাবে ফিল প করেছে কি না, তার তদারকি করেন। পাশাপাশি রেখা পাত্রের শ্বশুর শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পাশে থাকার কথা বলে তৃণমূল নেতৃত্ব।

তবে এই ঘটনায় পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রেখা পাত্র। তিনি বলেন, এর পিছনে তৃণমূলের নোংরা পরিকল্পনা আছে। কীভাবে রেখা পাত্রকে ভেঙে দিয়ে প্রতিবাদী মায়েদের সন্দেশখালি থেকে শেষ করে দেওয়া যায়, সেই পরিকল্পনা করেই ওরা এসেছিল।