বরানগর: নির্বাচন ঘিরে রাজ্যে যে সন্ত্রাস হয়েছে, প্রথম থেকেই তার দায় বিজেপি তথা বিরোধীদের দিকে ঠেলেছে শাসক দল। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে বেশির ভাগই ঘাসফুলের কর্মী ছিলেন বলেও দাবি করা হয়েছে। তবে এবার সন্ত্রাস ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় যে শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে কথা মনে করিয়ে দিয়ে সৌগত বললেন, ‘সেটা হয়নি।’
বৃহস্পতিবার বরানগরে ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে এক সভায় অংশ নিয়েছিলেন সৌগত রায়। সেখানে বক্তব্য পেশ করার সময় তিনি উল্লেখ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি বলেন, ‘প্রথম দিন থেকে অভিষেক বলেছিলেন, সবাইকে লড়তে দেবেন। সেটা হয়েছে। মনোনয়নে কাউকে বাধা দেওয়া হয়নি।’ এরপর সৌগত বলেন, ‘অভিষেক বলেছিলেন শান্তিপূর্ণ ভোট হবে। কিন্তু সেটা হয়নি। সেটা দুর্ভাগ্যজনক। সে বিষয়ে আমি আলোচনা করতে চাই না।’ অর্থাৎ নবজোয়ার কর্মসূচিতে গিয়ে অভিষেক যে আশ্বাস দিয়েছিলেন তা কার্যকর হয়নি বলেই দাবি করেছেন সাংসদ।
এটাই প্রথমবার নয়, এর আগে অশান্তি প্রসঙ্গে সৌগত রায় বলেছিলেন, সন্ত্রাস বা মৃত্যুর দায় সবাইকে নিতে হবে। মূলত জেলা প্রশাসনকে দায় নেওয়ার কথা বলেছিলেন তিনি। বর্ষীয়ান নেতার বক্তব্য ছিল, জেলা প্রশাসন এখন রাজ্যের নয়, নির্বাচন কমিশনের অধীন।
সৌগত রায়ের বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সৌগত বাবু তো বলেই দিয়েছেন সন্ত্রাস কারা করেছে। অভিষেক তো চেষ্টা করেছিলেন শান্তিপূর্ণ ভোট করার। বিরোধীরা সেটা হতে দেয়নি। এটা দুর্ভাগ্যজনক।’ কুণাল ঘোষও মনে করিয়ে দিয়েছেন যে বেশিরভাগ তৃণমূল কর্মীরই মৃত্যু হয়েছে ভোট-সন্ত্রাসে।